বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০

বাণী

অনলাইন ডেস্ক
বাণী

প্রতিটি মানুষের মনোজাগতিক চিন্তাশীলতা বিস্তারের জন্যে মুক্তচিন্তা পূর্বশর্ত। তাই মুক্তবুদ্ধি চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টির বিকল্প নেই। সে পরিবেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে বিতর্ক। শুধু মুক্তবুদ্ধির চর্চা নয়, পূর্ণাঙ্গ শিক্ষালাভের ক্ষেত্রেও বিতর্কের ভূমিকা এর পরিপূরক। প্রতিটি শিশুর মুক্তবুদ্ধিসম্পন্ন জীবনদর্শন নির্মাণের লক্ষ্য থাকা বাঞ্ছনীয়। সেই লক্ষ্য পূরণের মূল অবলম্বন হলো বিতর্ক শিল্প। চাঁদপুরে বিতর্ক শিল্পের এই কাজটি অত্যন্ত সুশৃঙ্খল ও দক্ষতার সাথে এক যুগেরও বেশি সময় ধরে করে যাচ্ছে দৈনিক চাঁদপুর কণ্ঠ, পাঞ্জেরী পাবলিকেশন্স লিঃ ও চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ)। জেলা পর্যায়ে বিতর্ক আয়োজনের এমন যুগপূর্তি নজিরবিহীন। গত ১৫ বছর ধরে এ প্রতিযোগিতার প্লাটফর্মের মাধ্যমে যুক্তিবাদী যে প্রজন্ম বেরিয়েছে তারা দেশ গঠনে অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। স্বাধীনতার সপক্ষ শক্তির পক্ষে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিজন যুক্তি জানা মানুষ কাজ করবে নিরলসভাবে। চাঁদপুরের ধারাবাহিক বিতর্ক আন্দোলনের প্রয়াসে যুক্তিতে মুক্তি পাবে উজ্জীবিত তারুণ্য--এমনটাই প্রত্যাশা।

পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার দ্বাদশ আসরের ফাইনালে অংশগ্রহণকারী সকল বিতার্কিকের জন্য রইলো শুভ কামনা। যুগপূর্তি উপলক্ষে প্রকাশিতব্য ‘বিতর্কায়ন’-এর সাফল্য কামনা করি। সেই সাথে সৃজনশীল এই কাজটি ১৫ বছর ধরে যারা আয়োজন করে আসছেন তাদেরকে জানাই অকৃত্রিম ধন্যবাদ। আগামীতেও জেলাব্যাপী এ প্রতিযোগিতা অব্যাহত থাকুক। যুক্তির ঝংকারে বিকশিত হোক কিশোর-তরুণদের সুপ্ত প্রতিভা।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।

মোঃ জিল্লুর রহমান জুয়েল

মেয়র

চাঁদপুর পৌরসভা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়