মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০

বাণী

অনলাইন ডেস্ক
বাণী

মত প্রকাশের স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। সেই অধিকারকে মানবতার কাজে ব্যবহার করতে হলে উপযুক্ত জায়গায় উপযুক্ত কথা বলতে শিখতে হবে। নান্দনিকভাবে যুক্তি দিয়ে নিজের মত প্রকাশের দক্ষতা সবার থাকে না। ধীরে ধীরে নিজেকে সেই দক্ষতা অর্জনের জন্যে নিজেকে তৈরি করে নিতে হয়। অল্প সময়ে অনিন্দ্য দক্ষতায় প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ নিজের মতকে যে উপস্থাপন করতে পারে বা পেরেছে, সে স্বয়ং বিতার্কিক। বিতর্ক সভ্য মানুষের বাচিক শিল্প। বিতর্ক মেধাবী মানুষদের আত্মোন্নয়নের হাতিয়ার। যে বা যারা বিতর্ক চর্চায় নিজেদের ব্যাপৃত রেখেছে তাদের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি অবশ্যম্ভাবী। জাতি বিনির্মাণ এবং সোনার বাংলা গঠনে বিতর্ক শিল্পের চর্চা ও প্রসার জরুরি। আমাদের সাংস্কৃতিক মুক্তির আন্দোলনে বিতর্ক শিল্পের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজেই পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতাকে যারা একটানা দেড়দশক ধরে টেনে নিয়ে গেছেন তারা নিঃসন্দেহে একটা অতি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। যে কোনো ভালো কাজের স্বীকৃতি ঐ কাজের প্রতি কর্মীদের অনুরাগ আরও বাড়িয়ে দেয়। আমরা আশাবাদী, একদিন না একদিন এই মহৎ কর্মযজ্ঞ উল্লেখযোগ্য স্বীকৃতি উদৃযাপন করবে।

আমি জেনেছি, ২০০৯ সাল থেকে শুরু হয়ে একটানা ২০১৯ সাল পর্যন্ত পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা পুরো জেলাব্যাপী আলোড়ন সৃষ্টিতে সক্ষম হয়েছে। এ প্রতিযোগিতার দ্বাদশ পর্ব অর্থাৎ যুগপূর্তি ২০২০ সালে আয়োজন করার সামগ্রিক প্রস্তুতি সত্ত্বেও করোনা মহামারীর কারণে সেটি স্থগিত করতে হয়। তিন বছর বিরতি দিয়ে সে আয়োজনটি ২০২৩ সালের অক্টোবরে শুরু হয়ে চলতি ২০২৪ সালের আগামী জুনে শেষ হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসন বিতর্কের এই বর্ণিল আয়োজনে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করলে ভবিষ্যতে এমন পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।

আমি চাঁদপুরে বিতর্কের এই আলোকোজ্জ্বল কর্মযজ্ঞকে অভিনন্দন জানাই এবং এর সর্বাত্মক সাফল্য কামনা করি।

জয় বাংলা

বাংলাদেশ চিরজীবী হোক।

কামরুল হাসান

জেলা প্রশাসক

চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়