প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০
প্রশিক্ষণ গ্রহণশেষে বিতর্কে অংশ নিচ্ছি : মিনহা

দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় মেহেরীন আক্তার মিনহা হচ্ছে সুহিলপুল উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ বিতর্ক দলের দলপ্রধান। তার নেতৃত্বে এই প্রতিযোগিতায় শক্তিশালী বিতর্ক দল বারবার কুপোকাত হয়েছে। দাপুটে বিজয়ে তার বিতর্ক দলটি পৌঁছেছে আজকের ‘জয়যাত্রা’ নামক কোয়ার্টার ফাইনাল পর্বে। গত ২ মার্চ ‘অগ্রযাত্রা’ পর্বে আসলে সে মুখোমুখি হয় ‘বিতর্কায়নে’র।
বিতর্কায়ন : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক করছো কতোদিন? এবারই প্রথম, না আরো বিতর্ক করেছ?
মেহেরীন আক্তার মিনহা : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় আমি ও আমার দলের অংশগ্রহণ এবারই প্রথম।
বিতর্কায়ন : বিতর্ক কেন করছো? শুধু জেতার জন্যে, না শেখার জন্যে?
মেহেরীন আক্তার মিনহা : বিতর্কে এসেছি শেখার জন্যে। মূল্যবোধ, জ্ঞান, তথ্য, যুক্তি, তত্ত্ব, নেতৃত্বের এক বিশাল সমাহার এই বিতর্ক। বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে সহনশীল মনোভাবের সাথে নিজের যুক্তি, তথ্য, তত্ত্ব প্রদর্শনের মাধ্যমে একটি বিষয়কে প্রমাণ করার আনন্দ-উপলব্ধির মধ্যেই চলছে আমার অগ্রযাত্রা। টেলিভিশন পর্যায়ের বিতর্ক দেখে ভীষণ অনুপ্রাণিত হয়ে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ নেই এবং তারপর এই বিতর্কে অংশগ্রহণ করেছি। বিতর্ক শুধু জেতার জন্যে নয়! বিতর্ক শেখার জন্যে!
বিতর্কায়ন : বিতর্ক চর্চায় তোমার বিদ্যালয় এবং তোমার দলের বিতার্কিকরা কতোটুকু আন্তরিক?
মেহেরীন আক্তার মিনহা : বিতর্ক চর্চায় আমার বিদ্যালয়ের শিক্ষকম-লী ও সকল শিক্ষার্থী খুবই আন্তরিক। শিক্ষকম-লীর দায়িত্বশীলতা ও অনুপ্রেরণা আমাদের সমানে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। সেই সাথে আমার দলের বিতার্কিকরা আন্তরিক, সময়নিষ্ঠ ও পরিশ্রমী। বিতর্কে মিশে আছে আবেগ, অনুভূতি।