শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০

শ্রেষ্ঠ বক্তা অভিক বিশ্বাসের সাথে কথোপকথন

আমরা ও আমার বিদ্যালয় বিতর্কের বিষয়ে অনেক সিরিয়াস

অনলাইন ডেস্ক
আমরা ও আমার বিদ্যালয় বিতর্কের বিষয়ে অনেক সিরিয়াস

অভিক বিশ্বাস দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর বিতর্ক দলের দলপ্রধান। সে এই স্কুলের অষ্টম শ্রেণী 'খ' শাখার ছাত্র। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল পর্যায়ের অভিযাত্রা-২ পর্বে তার বিতর্ক দল সর্বোচ্চ ২৭৬ নম্বর পেয়ে আজকের অগ্রযাত্রা পর্বে উত্তীর্ণ হয়েছে। সে হয়েছে শ্রেষ্ঠ বক্তা। 'বিতর্কায়নে'র পক্ষ থেকে তার সাথে হয় সংক্ষিপ্ত কথোপকথন।

'ছেলেরা বিতর্কে খুব আসতে চায় না। কেন?' এমন প্রশ্নের জবাবে অভিক বলে, ছেলেরা বেশি ভয় পায়। বিশেষ করে তারা যখন অনেক মানুষ দেখে, তাদের সে ভয়টা আরো বেড়ে যায়। আর মেয়েদের দেখলে নিজেদের মনোবল হারিয়ে ফেলে। 'আমার বক্তব্য ভুল হবে কি হবে না'--তাদের মধ্যে এ জাতীয় স্টেজ-ফিয়ার (মঞ্চভীতি) কাজ করে।

'কতোদিন ধরে বিতর্ক করো, আর কতোদিন করতে চাও' এমন প্রশ্নের জবাবে সে বলে, আমি টানা দুবছর বিতর্ক করছি। আমি চাঁদপুর ডিবেট মুভমেন্ট থেকে টপ থ্রী ডিস্টিংশন পেয়েছি। আমি সবসময় বিতর্ক করতে চাই। কেননা আমাদের জীবনে বিতর্কের ভূমিকা অপরিসীম। প্রেজেন্টেশন, পাবলিক স্পীকিং--সবখানেই যুক্তি লাগে।

'তোমার বিদ্যালয় বিতর্কের জন্যে কতোটা সিরিয়াস' এমন প্রশ্নে অভিক বলে, আমার বিদ্যালয় ও আমরা বিতার্কিকরা বিতর্কের বিষয়ে অনেক সিরিয়াস। বিশেষ করে আমি দলনেতা হিসেবে প্রথমে বিভিন্ন আঙ্গিকে ভাবি, প্রতিপক্ষ দল কী বলতে পারে সেটাও আঁচ করার চেষ্টা করি। আমি অনেক বিতর্কের বই পড়ি ও সব বিষয় সমন্বয় করে বিতর্ক করি। আমরা পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক উপলক্ষে প্রচুর প্র্যাকটিস করেছি। তাই বলবো, আমরা বিতর্কের বিষয়ে প্রচুর সিরিয়াস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়