শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বিতর্ক : নান্দনিক বাচিক শিল্প

মোঃ মেহেদী হাসান সোহেল
বিতর্ক : নান্দনিক বাচিক শিল্প

বিতর্ক নামটি শুনলেই অনেকে মনে মনে ভাবেন, বিতর্ক মানে তর্ক কিংবা ঝগড়া। কিন্তু তারা জানেন না যে, বিতর্ক একটি নান্দনিক বাচিক শিল্প। বর্তমানে স্মার্ট বাংলাদেশের ধারণার অন্যতম ভিত্তি হলো স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি। সমাজে বাস করতে গেলে নানা রকম মত থাকবে। ভিন্ন মতের প্রতি প্রতিহিংসা নয় বরং শ্রদ্ধাশীল হতে শেখায় বিতর্ক। বিতর্কের বাইরে দুই দলের বিতার্কিকরা হতে পারেন ভালো বন্ধু।

বিতর্ক নেটওয়ার্কিং স্কিল শেখায়। বিতর্ক কমিনিউকেশন স্কিল শেখায়। বিতর্ক শুধু বাচিক শিল্পই নয়, বিতর্ক অন্যতম সফ্ট স্কিল। যার ফলে বিতার্কিকরা ভবিষ্যৎ জীবনে যে পেশাতেই যাক না কেন, তারা সফলতা অর্জন করেন।

একজন ভালো শিক্ষক একজন সুবক্তা। তিনি তার বক্তব্যের গুণে শিক্ষার্থীদের মন জয় করেন। একজন ভালো আইনজীবী একজন ভালো বক্তা। তিনি তার যুক্তি, কৌশল দিয়ে প্রতিপক্ষের আইনজীবীকে পরাস্ত করেন। একজন ভালো রাজনীতিবিদ একজন ভালো বক্তা। তিনি তার বক্তব্যের মাধ্যমে কর্মীদের উজ্জীবিত করেন। একজন কোম্পানির মালিক বা সিইও একজন সুবক্তা। কারণ তিনি তার বক্তব্যের মাধ্যমে তার প্রতিষ্ঠানের কর্মীদের সুসংগঠিত করেন, ব্যবসাকে প্রসারিত করেন।

বর্তমানে ক্যারিয়ার নিয়ে নানা রকম ভাবনা, গবেষণা ও সেমিনার হচ্ছে। সেই সেমিনারগুলোতে দেশসেরা মোটিভেশনাল স্পিকারদের আনা হচ্ছে। তারাও তাদের বক্তব্য দিয়ে হতাশ চাকুরিপ্রার্থীকে আশার আলো দেখান। আমার এক পরিচিতজন একটি স্বনামধন্য কোম্পানিতে হেল্প লাইন সেন্টারে কাজ করেন। তিনিও একজন ভালো বক্তা ও আবৃত্তিকার।

কচুয়া উপজেলার প্রান্তিক পর্বে সিকেডিএফ সভাপতি কাজী শাহাদাত আংকেল একজন প্রাথমিক শিক্ষকের ভাইবার উদাহরণ টেনে বলেছিলেন, তিনি তার ভাইবার সাফল্য উৎসর্গ করেছেন চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতাকে। একজন ভালো চিকিৎসক একজন সুবক্তা। কোনো চিকিৎসক যদি রোগীকে ভালোমতো কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, তাতেই রোগী তার মানসিক কষ্ট ভুলে যান এবং অর্ধেক সুস্থ হয়ে যান। আর্থিক বাস্তবতার যুগে বিনা খরচে একজন ভালো বক্তা হিসেবে পরিচিত চিকিৎসকের প্রচার করেন তার রোগীরা।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেবাসে প্রেজেন্টেশন বাধ্যতামূলক করা হয়েছে। যাতে তারা সুবক্তা হয়, তাদের উপস্থাপনাজনিত জড়তা দূর হয়।

চাঁদপুরে বিতর্ক আন্দোলন এক যুগেরও বেশি সময় ধরে চলছে কাজী শাহাদাত আংকেলের সুদক্ষ নেতৃত্ব ও নিরলস টিমওয়ার্কের মাধ্যমে।

তাঁর স্বপ্ন চাঁদপুর বিতর্ক একাডেমি, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ), বিতর্ক বৃত্তি, বিতর্ক প্রতিযোগিতার মুখপত্র 'বিতর্কায়ন' এবং তারই অনুজপ্রতিম ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া আংকেলের রচিত বিতর্ক বিধান, বিতর্ক বীক্ষণ, বিতর্ক সমগ্রের মতো মৌলিক গ্রন্থ। আমরা তার নতুন নতুন কর্মযজ্ঞের অপেক্ষাতে থাকি সবসময়। আমাদের স্বপ্ন বিতার্কিকদের পুর্নমিলনী ও প্রাক্তনদের নিয়ে একটি সংগঠন। আশা করি কাজী শাহাদাত আংকেল আমাদের এ স্বপ্নগুলোও পূরণ করবেন। এ প্রত্যাশা নিয়ে ইতি টানলাম।

মোঃ মেহেদী হাসান সোহেল : সাবেক দলপ্রধান, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় বিতর্ক দল; সদস্য, সিকেডিএফ, কচুয়া শাখা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়