প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রশিক্ষণার্থীদের জন্যে শুভ কামনা
যে কোনো কাজের সাফল্যের ভিত্তি হলো প্রশিক্ষণ। কোনো কিছু জানতে হলে, শিখতে হলে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণ একজন ব্যক্তিকে শৃঙ্খলা ও নিষ্ঠাবান হতে সাহায্য করে। প্রশিক্ষণ এমন একটি প্রক্রিয়া যা একটি মানুষকে, একজন শ্রমিককে সার্বিক মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সামাজিক মান উন্নয়ন, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। ব্যক্তি জীবনে প্রশিক্ষণ নানা রকম হতে পারে। কিন্তু আপনারা যে প্রশিক্ষণটি নিতে এসেছেন সেটি হচ্ছে বিতর্ক শিক্ষা। নিজেকে অন্যের কাছে উপস্থাপন করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে বিতর্ক চর্চা। তাই চর্চা ঠিক মতো করার জন্যে উপযুক্ত প্রশিক্ষক ও সঠিক তথ্যের প্রয়োজন, যা আপনাদের এই চাঁদপুর বিতর্ক একাডেমি দিবে। আপনাদের জন্যে শুভ কামনা, যারা এই বিতর্ক একাডেমিতে বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রশিক্ষণ নিতে এসেছেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
লেখক : সদস্য, পরিচালনা পর্ষদ, চাঁদপুর বিতর্ক একাডেমি।