শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

আমাদের চাঁদপুর বিতর্ক একাডেমি

মুক্তা পীযূষ
আমাদের চাঁদপুর বিতর্ক একাডেমি

মানুষ না চাইলেও পদচিহ্ন রেখেই জগতে তার চলার পথে এগিয়ে যায়, হোক তা ভালো কিংবা মন্দ। সময়ই তা নির্ধারণ করে কেমন পদচিহ্ন আপনি ফেলে এসেছেন। ভালো লাগে যখন দেখবেন মানুষ আপনার পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আলোর পথে, ভালোর সাথে, অগ্রবর্তীরূপে থাকতে পারাটাও একটা যোগ্যতা। আমি নিজে গর্বিত শ্রদ্ধেয় কাজী শাহাদাত ভাইয়ের কারণে, অনেক ভালো কাজের অংশ হতে পেরেছি তাঁর জন্যে। প্রাতিষ্ঠানিকভাবে দেশে প্রথম কোনো বিতর্ক শিল্প শিক্ষাদানের প্রতিষ্ঠান চাঁদপুর বিতর্ক একাডেমির সাথে আমি যুক্ত হয়েছিলাম ২০১৮ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে, যার উদ্বোধন হয়েছিলো ১ জানুয়ারি ২০১৯ সালে রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এ।

বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই কাজী শাহাদাত, প্রথম অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, প্রথম ব্যাচের অন্যতম শিক্ষার্থী আমার বাবা (জ্যেষ্ঠ পুত্র) প্রত্ন পীযূষ বড়ুয়াসহ আমি নিজে প্রতিষ্ঠানটির প্রথম কার্যকরী কমিটির সদস্য হিসেবে ১ জানুয়ারি ২০১৯ কেক উদযাপনের মাধ্যমে উদ্বোধনের অনন্য দিনটির সাথে যুক্ত ছিলাম।

অতিমারি করোনার ভয়াল ছোবলের কারণে ২০২০-এর মার্চে স্থগিত হয়ে যাওয়া চাঁদপুর বিতর্ক একাডেমি আবার শুরু হচ্ছে নতুন পরিসরে নতুন স্থানে। সরাসরি পাঠদান ব্যতিরেকে কিন্তু এটির কার্যক্রম বন্ধ ছিলো না কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনবরত খোঁজখবরের কারণে। যার ফলস্বরূপ আমরা গত জুলাই ২০২৩ থেকে পর পর তিনটি বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে সক্ষম হয়েছিলাম জেলার সর্বত্র থেকে অংশগ্রহণকারীদের নিয়ে। তখনই শাহাদাত ভাই অভিভাবকদের আশ্বস্ত করেছিলেন এই বলে যে, আগামী বছর জানুয়ারি থেকে বিতর্ক একাডেমি আবার শুরু হচ্ছে ইনশাআল্লাহ।

আমরা আমাদের কথা রাখতে সচেষ্ট ছিলাম এবং আমাদের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরের সমঝোতা হয়েছে। আমরা এ বছর থেকে তাদের চাঁদপুর ক্যাম্পাসে চাঁদপুর বিতর্ক একাডেমির কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। আজ সেই মাহেন্দ্রক্ষণ আমাদের।

একজন মা হিসাবে আমি আনন্দিত ও কৃতার্থ যে, আমার বড় ছেলে চাঁদপুর বিতর্ক একাডেমির ছাত্র ছিলো এবং একাদশ চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় প্রতিশ্রুতিশীল বিতার্কিক হিসেবে আমাদের প্রিয় ডাঃ দীপু মনি আপা কর্তৃক ঘোষিত শিক্ষাবৃত্তি অর্জন করেছিলো।

এবার নব উদ্যমে শুরু হওয়া চাঁদপুর বিতর্ক একাডেমির কার্যক্রমে প্রথম সেশনে প্রথম ব্যাচের ছাত্র হিসেবে আমার ছোট ছেলে প্রখর পীযূষ বড়ুয়া অংশগ্রহণ করছে। আমি চাঁদপুর বিতর্ক একাডেমির সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করছি।

সার্থক হোক ভালোর পথে আলোর পথে যুক্তির বিকাশে মুক্তির পথে আমাদের অদম্য যাত্রা। মুক্তবুদ্ধির জয় হোক, বিতর্ক শিল্প চিরজীবী হোক।

লেখক : সভাপতি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়