প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
শুভেচ্ছা বাণী
শিক্ষার্থীদের দীর্ঘদিন পাঠদানের অভিজ্ঞতা হতে এটা জেনেছি যে, একজন শিক্ষার্থীকে কেবলমাত্র সনদভিত্তিক শিক্ষা দিয়ে পুরোপুরি নির্মাণ করা যায় না। তাকে জীবনের উপযোগী করে গড়ে তুলতে হলে শিক্ষাক্রমের পাশাপাশি খেলাধুলা ও সুকুমারবৃত্তির চর্চার প্রয়োজন হয়। আজকের বাংলাদেশে যুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে বিতর্ক শিল্পের চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। এসব কাজে প্রাতিষ্ঠানিক উদ্যোগ ব্যতীত সফল হওয়া সম্ভব নয়। আমি চাঁদপুর বিতর্ক একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, তারা ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে এই মহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করছে।
আমার নিজের স্কুলের শিক্ষার্থীদের মনোজগত ও চিন্তাজগতকে বিনির্মাণের লক্ষ্যে এ বছর থেকে ভেন্যু হিসেবে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে চাঁদপুর বিতর্ক একাডেমি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছি তাদের পাঠদান পরিচালনার জন্যে। আমি মনে করি, এর মাধ্যমে প্রজন্ম বিনির্মাণে আমাদের সামাজিক দায়বদ্ধতা কিছুটা লাঘব করা গেলো। আসলে যুক্তি ও মুক্ত বুদ্ধি দিয়ে জীবন চালনা করতে না পারলে ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা পৃথিবীকে করায়ত্তে রাখতে পারবে না। আমি চাঁদপুর বিতর্ক একাডেমির নব পর্যায়ের পাঠদান কর্মসূচির উদ্বোধনে যারপরনাই আনন্দিত ও গর্বিত। আমি মনে করি, আজকের এই একটি পদক্ষেপই ভবিষ্যতে একটি জাতি বিনির্মাণের মহীরুহ হয়ে দাঁড়াবে। আমি চাঁদপুর বিতর্ক একাডেমির কার্যক্রমের সর্বাঙ্গীণ সাফল্য ও সার্থকতা কামনা করছি এবং তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আশা করছি।
জয় বাংলা।
নূর খান
অধ্যক্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর।