শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

প্রধান পৃষ্ঠপোষকের কথা

অনলাইন ডেস্ক
প্রধান পৃষ্ঠপোষকের কথা

আমি জেনে খুব আনন্দিত হলাম যে, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ)-এর প্রণোদনায় প্রতিষ্ঠিত চাঁদপুর বিতর্ক একাডেমি (সিডিএ) করোনার ধকল সামলিয়ে তিন বছর পর আজ থেকে নবপর্যায়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। ২০১৯ সালের ১ জানুয়ারি আমার নেতৃত্বে পরিচালিত বিদ্যালয় রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুরে বিতর্ক একাডেমি তার যাত্রা শুরু করলেও আজ অনেক বেশি শিক্ষার্থী নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বিরাট পরিসরে কার্যক্রম শুরু করতে পারার সুযোগ লাভ করায় তৃপ্তি অনুভব করছি। কোনো মহৎ প্রয়াস ছোটো করে শুরু হলেও সেটা যে প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের আন্তরিকতা ও নিষ্ঠায় ক্রমশ বড়ো হয়ে যেতে পারে এটা যেন তার ইঙ্গিত।

চলতি ২০২৪ সালের ১৭ জুন চাঁদপুর কণ্ঠের তিন দশক তথা ৩০ বছরপূর্তি হবে। বিগত দীর্ঘ সময়ে আমরা শুধু পত্রিকা প্রকাশের কাজই করিনি, চাঁদপুরের ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে কষ্টসাধ্য অনেক কাজই করেছি। ২০০৯ সাল থেকে গত ১৫ বছর যাবৎ আমরা জেলাব্যাপী বিতর্ক আন্দোলন সৃষ্টিতে কাজ করে চলছি। চলতি বছর এই আন্দোলনের মাইল ফলক সৃষ্টিকারী পদক্ষেপ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার যুগপূর্তি হতে যাচ্ছে, সেই সাথে বাংলাদেশে প্রথম বিতর্ক শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে চাঁদপুর বিতর্ক একাডেমি নবযাত্রায় ঋদ্ধ হতে যাচ্ছে। বিতর্কসহ পুরো বাচিক শিল্পের উৎকর্ষতায় এই একাডেমি উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস।

আমি চাঁদপুর বিতর্ক একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি ও সর্বাত্মক সাফল্য কামনা করছি।

আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার

প্রধান পৃষ্ঠপোষক, চাঁদপুর বিতর্ক একাডেমি;

প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, দৈনিক চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়