প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০
২০২০ সালে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার যুগপূর্তি হলেও বৈশ্বিক মহামারী সেখানে বাদ সাধে। পরপর তিন বছর আমরা আয়োজন করতে পারিনি এই প্রতিযোগিতা। বিতর্কের উর্বর ভূমি আমাদের প্রিয় চাঁদপুরে বিতর্ক নিয়ে সৃষ্টি হয় হাহাকার। অবশেষে পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুরের কৃতী সন্তান কামরুল হাসান শায়কের তাগিদে ২০২০ সালের উপকরণ দিয়েই ২০২৩ সালে আমরা প্রতিযোগিতা শুরুর সিদ্ধান্ত নেই। ইতিমধ্যে জাঁকজমকপূর্ণভাবে প্রশিক্ষণের তিনটি সেশন উৎসবমুখরতার সাথে আমরা সম্পন্ন করেছি। আজ ৭ অক্টোবর ২০২৩ হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন আমরা চাঁদপুরের স্মরণকালের ইতিহাসে একটি বিতর্ক প্রতিযোগিতার ধারাবাহিক আয়োজনের যুগপূর্তি উৎসবের সূচনা করতে যাচ্ছি।
আমার জন্যে শুধু নয়, পুরো চাঁদপুর কণ্ঠ পরিবার এবং চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের জন্যে আজকের দিনটি অনেক আনন্দ ও গর্বের। আমি এ প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি এবং বিতর্কযোদ্ধা, বিতর্কশ্রমিকসহ কচুয়া সিকেডিএফকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার
প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক,
দৈনিক চাঁদপুর কণ্ঠ।