রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আজ শুক্রবার
মোঃ তাইয়্যেব হোসাইন

গত তিনদিন অপেক্ষা মা এক হাজার টাকা দিবে বিকাশে। সর্বশেষ বৃহস্পতিবার ফোনে কয়েক মিনিট কথা হলো। বাবা শুক্রবার দেখা করতে গ্রাম থেকে শহরে আসবেন। আমার বৃহস্পতিবার রাত দৈর্ঘ্যের চেয়ে দীর্ঘ হচ্ছে রাত যেনো শেষ হয় না। শুক্রবার সূর্যোদয় হওয়ার সাথে সাথেই আমি প্রস্তুত বাবার সাথে দেখা করার জন্য। জুমার নামাজের কিছুক্ষণ আগেই বাবা আসলেন। দেখা করে নতুন এক হাজার টাকা নোট দিলেন। বেশ কয়েক মাস পরে এক হাজার টাকার নোট হাত দিয়ে ছুয়ে দেখার সৌভাগ্য হলো।

নিজ মন মতো হাজার টাকার নোট নেড়েচেড়ে দেখলাম মোটামুটি তৃপ্তি মিটে গেছে। হাজার টাকার নোট আগে জমা করে রাখতাম, জমা করে রাখার মধ্যেই মহা আনন্দ ছিলো। আজকে বেশ গরম পরছে কিছুক্ষণ পরপরই পানির তৃষ্ণা লাগে তবুও হেটে বাসা যাই। পছন্দের আইসক্রিমের দোকানের সামনে দিয়ে যেতে মন চাইল একটা আইসক্রিম খেয়ে বাসায় যাই। আইসক্রিম পঞ্চাশ টাকা হাজার টাকার নোট ভেঙে নয়শত পঞ্চাশ টাকা হয়ে গেলো।

আপসোস হয় মূহুর্ত্তের মধ্যেই হাজার টাকার নোট ভেঙে ফেলছি মনে মনে খুব অনুশোচনা করতে করতে বাসায় চলে আসছি। একটু বিশ্রাম নিয়ে জুমার নামাজ পড়তে গেলাম ঈমাম সাবেব খুব সুন্দর ওয়াজ করতেছে আল্লাহ্ বলছেন ‘নিশ্চয়ই মুমিনরা আল্লাহর প্রতি ভালবাসার টানে খাদ্য দান করে অভাবী, ইয়াতীম ও কয়েদীদেরকে’ (দাহর ৭৬/৮)।

তাই আমরা ক্ষুধার্ত দরিদ্র ব্যক্তিকে খাদ্য দানের মাধ্যমে মহান আল্লাহর নির্দেশ পালনকারী বান্দা হিসাবে গণ্য হ’তে পারি। বেশকিছু কোরআন হাদীস উক্তি দিয়ে ওয়াজ করছেন আমি মুগ্ধ হয়ে শুনছি মনে মনে চিন্তা করি। সব মানুষ যদি কোরআন হাদীসের কথা মতো চলত তাহলে গরিব ভিক্ষুক ক্ষুধার্ত মানুষ থাকতো না।

নামাজ শেষে মুয়াজ্জিন সাহেব মাইক্রোফোনে বললেন বাকি নামাজ শেষে দোয়া আছে সবাইকে থাকতে বলছে। বাহ চমৎকার আজকে জিলাপি পাওয়া যাবে যাক দুপুরের খাবার আজকে জিলাপি। জিলাপি খাওয়া শেষে বরাবর ৪ গ্লাস পানি খাওয়াতে আর খিদা ছিলো না। বিশ্রাম নিয়ে বহুদিন পরে পকেটে টাকা নিয়ে সন্ধ্যায় শহরের অলিগলি হাটতে বের হলাম। ভ্যানগাড়িতে সুন্দর সুন্দর টি- শার্ট বিক্রি করে তুলনামূলক দাম কম কিনতে মন চায়। আশেপাশে পরিচিত মানুষ দেখলে কি ভাববেন এমন চিন্তা করে হেঁটে চলে গেলাম। রেস্টুরেন্ট সামনে দিয়ে যেতেই খাবারের ঘ্রাণে আমার পেট ভরে গেছে। খাবারের তালিকা মূল্য দেওয়া আছে একনজর

চোখ বুলিয়ে নিয়েছি এতেই তৃপ্তি মিটে গেল। বাসার কাছে টং দোকানে ডিমের পিঠা বানায় কোনো কিছু না ভেবেই একটা ডিমের পিঠা বিশ টাকা দিয়ে কিনে নিলাম। খাওয়া শেষে হঠাৎ মনে পড়ছে তেরো টাকা দিয়ে একটা ডিম পাওয়া যেতো। অথচ চার ভাগের এক ভাগ ডিম আর ময়দা বিশ টাকা দিয়ে কিনে খাওয়া ঠিক হয় নাই সম্পূর্ণ লোকসান হয়েছে।

রাতের খাবার ডিমের পিঠা পানি খেয়ে বাসায় চলে আসলাম। পড়ার টেবিলে পুরাতন "চাঁদপুর কন্ঠ" পত্রিকার সম্পাদকীয় অংশ গুলো পড়ে শেষ করলাম, সম্পাদকীয়তে মূলত পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ উপরে ভিত্তি করেই সম্পাদক লিখেন। শিশু কন্ঠ পাতায় সুন্দর গল্প কবিতা হৃদয়ে জুড়িয়ে যাওয়ার মতো। ভালো খাবার যেমন পেটে ভরে খাওয়া যায় তেমনই ভালো গল্প পড়লে পেট ভরে যায়। গল্প কবিতা পড়তে পড়তে চোখ ছোট্ট হয়ে আসে চোখের পাতা বন্ধ হয়ে আবার খুলে যায়, ঘুমের চেয়ে শিশু কন্ঠ পাতার গল্প কবিতা বড়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়