শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০

হারানো দিনগুলো
অনলাইন ডেস্ক

কোথায় হারিয়ে গেলো মধুমাখা শৈশব মোর।

মায়ের ক্রোড়ে থাকার জন্য ছিল তোড়জোড় ॥ (১)

কিচিরমিচিরে ঘুম- ভাঙ্গা অতি প্রত্যুষে।

বাবা শেখাতেন যত সব নীতিবাক্য নির্বিশেষে ॥ (২)

কদলীপত্রে কঞ্চি দ্বারা বর্ণ পরিচয় মাতৃসকাশে।

কৈশোরের দুরন্তপনায় মত্ত হতাম প্রাতঃরাশ শেষে ॥ (৩)

কৈশোরের গেলো প্রাথমিকে, যৌবন এলো মাধ্যমিকে।

এ যেনো ত্বরায় কেটে গেলো গভীর জ্ঞান তাপসের সান্নিধ্যে ॥ (৪)

জ্ঞানতাপসদের ছিলো না বিতরণে কোনো অবহেলা।

শিক্ষার্থীরা যতোটুকু করেছে রপ্ত ততটুকুই জীবন মেলা ॥ (৫)

কোথায় হারিয়ে গেলো সে যুগের শিক্ষক-কুল।

জ্ঞান বিতরণে তাঁরা ছিলেন সর্বদাই ব্যাকুল ॥ (৬)

সে যুগের শিক্ষকের ছিলো পাণ্ডিত্যের গভীরতা।

এ যুগের শিক্ষকদের মধ্যে আছে পাণ্ডিত্যের স্বল্পতা ॥ (৭)

সে যুগের শিক্ষকগণ জ্ঞানদান করে পেতেন অনাবিল আনন্দ।

এ যুগের বিদ্যা অর্জন করতে বিনিময়ই পছন্দ ॥ (৮)

কোথায় হারিয়ে গেলো জাতির মেরুদণ্ড প্রস্তুতকারী শিক্ষক ।

শিক্ষক নামীয় অশিক্ষকগুলো প্রকৃত শিক্ষার ভক্ষক ॥ (৯)

নিয়োগদূষণে দুষ্ট শিক্ষালয়গুলোর শিক্ষক-কর্মচারীবৃন্দ।

প্রতিশোধে উদ্গ্রীব তারা জাতির ক্ষতিতেই তাদের আনন্দ ॥ (১০)

হায় রে দারুণ বিধি, সোনার বাংলার এ কী দুর্গতি।

বেষ্টনীতে ফসল খাচ্ছে তাতে নেই কোনো উচিত বিধি ॥ (১১)

দেশের নদীতে স্রোত হারিয়ে পড়ে গেলো চর।

স্বনির্ভর বাংলা শিক্ষায় হয়ে গেলো পরনির্ভর ॥ (১২)

শিক্ষায় কাঠামোগত উন্নয়ন অনেক হয়ে গেছে।

সোদ্যগে সাহিত্য রচনা ও খরচের ভয়ে কমেছে ॥ (১৩)

উন্নয়নশীল বাংলার শুধু প্রয়োজন বস্তুনিষ্ঠ শিক্ষার।

আদর্শ শিক্ষক গঠন আর বাণিজ্যিক শিক্ষাবন্ধের নিয়ামকই সরকার ॥ (১৪)

সুশিক্ষিত সংস্কৃতিবানরাই দেশ উন্নয়নের রোল মডেল।

অপসংস্কৃতিতে কুশিক্ষিতরাই উন্নয়নের ক্ষেত্রে বেক্কেল ॥ (১৫)

বিমল কান্তি দাশ : কবি ও প্রবন্ধকার; অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, বলাখাল, হাজীগঞ্জ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়