বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১:০৭

চাঁদপুর সদরে ৬৯০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর সদরে ৬৯০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমুখী, শীতকালীন পিঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৯০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়। এ সময় উপকারভোগী কৃষকরা ছাড়াও উপজেলা কৃষি বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের

৬৯০ জন কৃষকের মাঝে প্রণোদনা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৪০০ জন, পেঁয়াজ ২৫ জন, গম ২৫ জন, চিনাবাদাম ৩০ জন, সয়াবিন ১০০ জন, মুগ ৬০ জন, মসুর ৫০ জন। বিনামূল্যে তারা সরকারি এ কৃষি প্রণোদনা পাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়