রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:১৫

কবি মনসুর আজিজের বর্ণাঢ্য ৫২

অনলাইন ডেস্ক
কবি মনসুর আজিজের বর্ণাঢ্য ৫২

বর্তমান সময়ে মনসুর আজিজ বাংলা সাহিতের একজন উল্লেখযোগ্য কবি। কবিতা ছাড়াও সাহিত্যের অন্যান্য শাখায় রয়েছে তার স্বচ্ছন্দ বিচরণ। লিখছেন ছড়া, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ। অনুবাদও করছেন সমানতালে। তিনি বহুল পঠিত ভিন্নধারার লিটলম্যাগ ‘আড্ডাপত্র’ সম্পাদক। সাহিত্য সংগঠন রাইটার্স অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ।

মনসুর আজিজ চাঁদপুর জেলার হাইমচরে ১৯৭৪ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আজিজুল হক মা আনোয়ারা বেগম। বসবাস করছেন ঢাকার মিরপুরে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মনসুর আজিজ নব্বই দশকের অনত্যম শ্রেষ্ঠ কবি। দেশের প্রথম শ্রেণীর দৈনিক, মাসিক, সাহিত্যপত্রিকা ও লিটলম্যাগে লিখে আসছেন তিন দশক ধরে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তার কবিতায় প্রেম, প্রকৃতি, দ্রোহ, ইতিহাস ও ঐহিত্য, মানবিকবোধ ও আন্তর্জাতিকতা তার কবিতায় বিষয়। ছন্দ ও উপমার নতুনত্ব, লোকজ উপাদান ও চিত্রকল্প, ইতিহাস ও মিথের উপস্থাপন তার কবিতাকে করেছে সমসাময়িক কবিদের থেকে আলাদা। তার শিশুতোষ ছড়া-কবিতায় গ্রামবাংলার রূপবৈচিত্র্য ও চিরায়ত সবুক প্রকৃতি ছন্দের দোলাচলে শিশুমনের ভিতরে দেশপ্রেমকে উজ্জীবিত করে। তার অনুবাদ কবিতা ইতোমধ্যে পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। তার ছোটগল্প ও উপন্যাস বাংলা গদ্যে আলাদা স্বর নির্মাণ করতে পেরেছে বলে বোদ্ধামহল মনে করেন।

মনসুর আজিজ এর কবিতা, কিশোরকবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, অনুবাদ ও গবেষণা মিলিয়ে প্রকাশিত গ্রন্থ সংখ্যা পঁচিশটি। এরমধ্যে কাব্যগ্রন্থ : অতলান্ত নীলচোখ- ২০০২, অনন্তআকাশের জ্যোতির্ময় নক্ষত্র- ২০০৭, মনুষ্যত্বের ল্যাম্পপোস্ট- ২০০৯; শব্দের বেনারসি- ২০১১; জোড়াপাখি ফুলের রুমাল- ২০১২, জল ও জোয়ারের কাব্য- ২০১৪, আঁধারের নাকফুল-২০১৬, সুনির্বাচিত কবিতা-২০১৭, আত্মধ্যানের আসন- ২০২০, নিমগ্ন সন্ধ্যর আলোÑ ২০২৩, করতলে বৃক্ষের দাগ- ২০২৫। ছড়া-কিশোরকবিতা : নীল গালিচার স্বপ্ন- ২০০৭, হৃদয়পুরের রাজা- ২০০৮, মেঘের খোপায় পালক ভরে- ২০০৯; নতুন ভোরে হীরের কুচি- ২০১১; সবুজ পাতা আঁকতে জানি- ২০১৪, দুর্দিনের ছড়া-২০০৯। কিশোর উপন্যাস : ভেলায় চড়ে সারাবেলা- ২০০৮। কিশোর গল্প : রাজকুমারী-২০১৪, নির্বাচিত কিশোর গল্প- ২০১৮। কিশোর গদ্য : সোনালি রঙিন পৃথিবী- ২০১৭। উপন্যাস : জীবনবেলার বিকিকিনি-২০১৩। গল্পগ্রন্থ : দূর অতীতের কান্না-২০১৩। গবেষণা: শিশুর আচরণ শিশুর সাথে আচরণ-২০১৫; ২য় সংস্করণ- ২০২৩। অনুবাদ : লৌহদাবন (মূল : টেডহিউজ)- ২০২৫।

লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্র লেখক সম্মাননা ২০০৮, এখন প্রতিচ্ছবি পুরস্কার ২০১৪ (ভারত), পদ্মরাগ সাহিত্য পুরস্কার ২০১৫ ও অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪২১, পলাশী সম্মাননা ২০১৯ (ভারত), দেশজ পুরস্কার ২০১৯, সৈয়দ আলী আহসান পদক ২০২০; মোহাম্মদ নাসির উদ্দিন পুরস্কার ২০২০।

মনসুর আজিজ ইতোমধ্যে ভ্রমণ করেছেন ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। তার কবিতা ও অন্যান্য লেখালেখি নিয়ে দেশ-বিদেশের স্বনামখ্যাত প্রায় অর্ধশত কবি-লেখক প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কবি আল মাহমুদ, কথাশিল্পী জুবাইদা গুলশান আরা, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি মতিন বৈরাগী, কবি জাফরুল আহসান, কবি মাহমুদ কামাল, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি হাসান আলীম, গবেষক ড. মাহফুজ পারভেজ, গবেষক প্রবীর বিকাশ সরকার, স.ম. শামসুল আলম, কবি জহিরুল ইসলাম, কবি আমিনুল ইসলাম, ছড়াকার জগলুল হায়দার, ড. শাহনাজ পারভীন, কবি নাসের হোসেন, শিশুসাহিত্যিক দেবজ্যোতি ভট্টাচার্য, কবি ও গবেষক পীযূষ কান্তি বড়ুয়া, কবি বিশ্বজিৎ মন্ডল, কবি কবিরুল ইসলাম কঙ্ক, কথাসাহিত্যিক সৌরভ হোসেন; কবি মনিরুজ্জামান পলাশ, কবি সব্যসাচী সেন গুপ্ত, কবি অব্যয় অনিন্দ্য, কবি আফসার নিজাম, কবি তাজ ইসলাম, কবি নাসিমা হক মুক্তা,ছড়াকার সেলিম এমরাজ,কবি রায়ান নূর,কথাশিল্পী সালেহ বায়েজীদ, কবি প্রদীপ ব্যানার্জী, কবি পলিয়ার ওয়াহিদ, কবি জব্বার আল নাঈম, কবি আশিক বিন রহিম, কথাসাহিত্যিক সোয়েব সাইফী; কবি ইমরান মাহফুজ, কবি শিমুল জাবালী, শিশুসাহিত্যিক বোরহান মাসুদ উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়