শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:৫৯

জান্নাতের রাস্তা

রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়
জান্নাতের রাস্তা

ভেবে দেখুন একবার জীবনের কি দাম আছে?

ঘুষ দিয়ে করলেন চাকরি,

কিস্তিতে নিলেন গাড়ি, অন্যের হক মেরে

করেছেন আলিশান বাড়ি,

চাকরি থেকে অবসর পেলেন,

পেনশন পেলেন, এরপর রাখলেন বড় বড় দাড়ি।

ভাবছেন এখন জান্নাতে যাবো আমি

আসলেই জান্নাত কি মামুর বাড়ি ?

অনেকে বলেন নামাজ পড়ি, রোজা রাখি

তাসবিহ হাতে দোয়া করি,

গুনাহ করছি তাতে কি,

আল্লাহ ভরসা তিনিই করে দিবেন সব মাফ জানি।

রাসুলের উম্মত হিসেবে জান্নাত পাবো আমি।

অন্যের থেকে ধার করে তার টাকা ফিরিয়ে না দিয়ে,

মিথ্যার আশ্রয় নিয়ে করছেন বাহাদুরি,

ভাবছেন এসব করলেও জান্নাতি আমি।

আল্লাহর বিধান পবিত্র কুরআনের আয়াত পড়ে দেখুন,

জান্নাতের রাস্তা পাওয়া এতই সোজা কি?

লেখক পরিচিতি : সৌদি আরব প্রবাসী সাংবাদিক, কবি, লেখক, সাংস্কৃতিক সংগঠক ও চাকরিজীবী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়