শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:৫৭

হৃদয়ে রক্ত

অনলাইন ডেস্ক
হৃদয়ে রক্ত

হৃদয়ে রক্ত

(মাইলস্টোনে হতাহত শিশুদের স্মৃতিতে)

কাজী আজিজুল হাকিম

হঠাৎ কী যে হলো

মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো

যার ভাঙ্গে সে বুঝে

চারপাশে শোকের সুর বাজে

দগ্ধ হলো নিষ্পাপ শিশু

দিশেহারা সবকিছু

কেউ ছুটে দেহখানা পুড়ে

কিছু মানুষ চেয়ে চেয়ে দেখে।

আগুনের ফুলকিতে ঝরে গেলো ফুল

নিষ্পাপ তারা

তাদের ছিলো কী এমন ভুল?

মাইলস্টোন এখন শোকের ছায়া

ঝলসে গেলো পাখির ডানা

করবে না আর বায়না

কে ভাগ নিবে এই কঠিন যন্ত্রণা।

মা-বাবা খেঁাজে নরম দুটি হাত

বয়ে যাচ্ছে দুটি চোখে অশ্রুপাত।

শিক্ষকের মর্যাদা মহামূল্যবান

জীবন দিয়ে প্রমাণ দিলো শিক্ষকের মান।

এ ভুলের জন্যে কারা দায়ী

কীভাবে মুছবে গ্লানির ছাই।

এ দেশ যেন নিরাপদ নয়

কখন কার কী ক্ষতি হয়।

জ্বলছে মন লাগছে ভয়

হৃদয়ে রক্ত প্রবাহিত হয়।

শিশুদের আর্তনাদে

সমব্যথী মন কেবলই কঁাদে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়