শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:৫৫

রবের তরে খোলা চিঠি

ইসরাত জাহান তন্নি
রবের তরে খোলা চিঠি

আল্লাহ আমি হেদায়েত চাই, আমি তাকওয়া চাই,

আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ ও পবিত্র করে দেন,

আমি আমার চরিত্রের পবিত্রতা চাই।

এ দুনিয়ার প্রতি অমুখাপেক্ষী হতে চাই।

হে আমার প্রতিপালক......

দুনিয়াটা আমার কাছে বড্ড অন্ধকার লাগে!

এ দুনিয়ার প্রতি আমার এক আকাশ পরিমান বিতৃষ্ণা

আমি যে আর সইতে পারিনা!

আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসতেছে।

আপনি ছাড়া আমার আর কেউ নাই।

কবে যে আপনার সাক্ষাৎ পাবো!

কবে আপনি এসে বলবেন হে আমার প্রিয় বান্দা!

চলে আসো তোমার রবের সন্তুষ্টিচিত্রে সন্তুুষ ভাজন হয়ে!

এই দুনিয়ার ফিতনাবাজ মানুষ গুলোর কাছ থেকে

আমি আপনার কাছে চলে যেতে চাই!

মাঝেমাঝে ভাবি কি হবে আমার

যদি রবের অবাধ্যতায় কাটানো কোন এক সময় রূহুটা চলে যায়!

রূহুটা চলে যাওয়ার আগেই আমাকে গুছিয়ে নিয়ে সকল

বিভ্রান্তি ও ক্লান্তি থেকে মুক্ত করে

আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন।

আমিন...!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়