প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৫৭
সময়ের স্লোগান

মুহাম্মদ শাহিন সময়ের স্লোগান
অনেক দিন ধরেই সহ্য করেছি বঞ্চনা, অন্যায় আর অত্যাচারের নীরব প্রহারা। আজ আর চুপ থাকবো না, বাঙালি জেগে উঠেছে আজ, প্রতিবাদের ঝড় বয়ে যাবে।
যাদের হাতে দিয়েছিলাম ভরসার হাত, তারা আজ হাত বেঁধেছে শিকল পরানোর জন্য। কিন্তু আমরা নই অবহেলিত, আমাদের গর্জন থামানো যাবে না আজ।
দরজা দরজা, রাস্তায় রাস্তায় শোনো স্লোগান, মুক্তির স্লোগান, শুনবে গোটা জাতি। প্রতিবাদ হবে সমস্বরে, দেখবে সারা বিশ্ব, বাঙালির রক্ত ঝরানো বিপ্লব।