রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৫৬

অশ্রুজল

অনলাইন ডেস্ক
অশ্রুজল

ইমরান খান রাজ অশ্রুজল

তোমারে ভালোবাসতে বাসতেও

বাসলাম না!

খুব কাছে আসতে চেয়েও

কাছে আসলাম না!

স্পর্শ করতে চেয়ে আজও

তোমায় ছুঁইলাম না!

আঙুল ধরে হাঁটতে গিয়েও

পথ হাঁটলাম না!

এ শুধু রাগ নয়, অভিমান নয়,

নয়তো কোন অভিযোগ তোমার নামে।

এ শুধু হৃদপিণ্ডের হাহাকার আর অশ্রুজল!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়