প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯:২৮
আনিস ফারদীন-এর কবিতা

আনিস ফারদীন ইজারাদার
মন ইজারা দেওয়ার জন্য
মানুষ খুঁজছে কেউÑ
যাকে পায়,
তাকেই নিজের ভেবে নেয় সে।কিন্তু দেখা গেলÑ
যে ব্যক্তি মন ইজারা নিল,
সে প্রকৃত ইজারাদার নয়,
বরং ভাড়াটে।তার হিসেবের নথিতে জমা
এমন অসংখ্য মন;
নতুন মন তার কাছে
শুধু একটা ফাঁকা অপশন মাত্র।সে ব্যস্ত আরও বড় প্রকল্পেÑ
প্রতিদিন ইজারা নিচ্ছে
নতুন নতুন মন।নিদাগ হৃদয়ে হাঁসফাঁস
সুগন্ধির বদলে মিলে বিবৎস গন্ধ
তীব্র পঁচা কোনো গন্ধ
কোথাও যেন পঁচে যাচ্ছে সব
পঁচে যাচ্ছে মানুষ, বিবেক, মানবতা
সম্পর্ক।ঘরের কার্নিশের চড়ুই টের পায় সব
প্রজাপতিরা ছাড়ে ফুলের রাজ্য
ধবধবে সাদায় মিলে ছোপ-ছোপ দাগ
ভেসে আসে নিদাগ হৃদয়ের
তীব্র হাঁসফাঁস।আদুরে আলোয় দগ্ধ শরীর,
মায়াভরা চোখে আজ বিষণ্ন বিরক্তি
কদম, ছাতিমের হারানো ঘ্রাণের বদলে
নাকে লাগে,
অভিশপ্ত সময়ের পঁচা গন্ধ।