শনিবার, ১৭ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯:২৫

উজ্জ্বল হোসাইনের দুটি কবিতা

উজ্জ্বল হোসাইন
উজ্জ্বল হোসাইনের দুটি কবিতা

প্রবীণ জীবনের আর্তি

উজ্জ্বল হোসাইন

পথের ধারে বসে আছি, সময়ের ধুলোয় ঢাকা,

জীবনের পাতায় আজ শুধুই স্মৃতির গাঁথা।

যে চোখে একদিন দেখেছি স্বপ্নের আলো,

আজ সেখানেই নেমেছে অবহেলার কালো।

হাতগুলো কাঁপে, শক্তি নেই আগের মতো,

শুনতে পাই না, তবু খুঁজে ফিরি মনের গত।

যারা বলত তুমি আমাদের আশ্রয়,

তাদের মুখ আজ দেখি না, মনটা হয় ক্ষয়।

একদিন আমিই ছিলাম পরিবারের ভিত্তি,

আজ আমি যেন বোঝা, সময়ের স্রোতে বিচ্ছি।

শরীর বলে, “আর পারি না”, মন কাঁদে,

জীবনের শেষ প্রান্তে একা শুধু দাঁড়িয়ে।

তবে কেন এ অবহেলা? কেন এ নিরবধি ব্যথা?

আমিও তো চাই ভালোবাসার একটু আশ্রয়, মমতার কথা।

বয়স তো পেরিয়েছে, কিন্তু হৃদয় এখনো বেঁচে,

স্নেহের ছোঁয়া পেলে আমিও প্রাণ পাই নতুন সূর্যোদয়ে।

প্রবীণদের পাশে দাঁড়াও, দাও তাদের মান,

তাদের অভিজ্ঞতা জীবনের অমূল্য প্রাণ।

তারা নিঃসঙ্গ নয়, তাদের দাও ভালোবাসা,

এটাই জীবনের শ্রেষ্ঠ দান, মানবতার ভাষা।

***

আনন্দময় প্রবীণ জীবন

উজ্জ্বল হোসাইন

বয়স তো সংখ্যা, মন তো তারুণ্যে ভরা,

প্রবীণ জীবনে আসে নতুন সূর্যের সাড়া।

অতীতের অভিজ্ঞতা, জ্ঞানের সাগর,

জীবনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকা ভান্ডার।

শীতের সকালে কুয়াশার চাদরে,

মিষ্টি রোদ্দুরে বসে চায়ের কাপে।

বন্ধুদের সঙ্গে গল্পের আড্ডা,

হাসি-খুশিতে কাটুক দিন, সুখের বাঁধা।

নাতি-নাতনিদের সঙ্গে খেলা,

তাদের হাসিতে খুঁজে পাই মনের মেলা।

পুরনো স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে,

কথার পরতে পরতে সুখ ছড়িয়ে পড়ে।

জীবন শেষ নয়, এ তো নতুন শুরু,

বই পড়া, গান, সৃজনশীল কাজ হোক গুরু।

সুখে থাকো, আনন্দে থাকো,

প্রবীণ জীবন হোক সুখের ঠিকানা।

দেখো প্রকৃতি, ধরো শান্তির হাত,

জীবনের শেষ পথে আলো আসুক রাত।

মানুষের ভালোবাসা, স্নেহের ছোঁয়া,

প্রবীণ জীবনে এনে দেবে সুখের ধোঁয়া।

আনন্দময় হোক প্রবীণের দিন, জীবনটা হোক এক নতুন স্বপ্নের ঋণ।

প্রতিটি মুহূর্ত হোক রঙিন খেলা, প্রবীণ জীবনের গান হোক সুখের মেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়