প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৫
পাঠক ফোরামে প্রকাশিত কবিতা

আনিস ফারদীন
অপ্রকাশিত চিঠি
অসংখ্য হলুদ খাম জমা আছে এ বুকে
বুক যেন বিশাল এক চিঠি;
ধুলো জমা জীবনে অবহেলার ক্যানভাস
হয়ে উঠি অযাচক অতিথি।
দ্বিধাহীন ব্যথা
জ্বলে যাই রোজ, পুড়ে যাই রোজ
তবু অব্যক্ত রয়ে যায় কথা;
বোবা সাজে মুখ, পাথর এই বুক
শুধু সয়ে যাই দ্বিধাহীন ব্যথা।
নিরবতা
তুমি বলো চুপ, আমিও থাকি চুপ
মুখে আসে না তাই কোনো কথা;
দ্রোহ বয় বুকে, কোনো এক শোকে
সবাই দেখে শুধু আমার নিরবতা।
মৃত্যুর কাছে
বেঁচে থাকার অসংখ্য স্বপ্ন দেখতে দেখতে
রোজ এগিয়ে যাই মৃত্যুর কাছে;
ছোট্ট এ জীবনে দেখো সহস্র লেনা-দেনা
জন্মসনদ দেখে মৃত্যুরা হাসে!
মশাল বাতি
শত-সহস্র দুঃখ যেন গোলাপ হয়ে ফোটে
হয়ে উঠে অন্ধকারে মশাল বাতি;
কত যন্ত্রণা পাড়ি দিয়ে মিলে আলোকের পথ
অপেক্ষা শেষে সুখের দিবা-রাত্রি!
ছবি-২৪
মাসুদ রানা
পহেলা বৈশাখ
বৈশাখ এলো মনে পড়ে
কতো মনের গল্প,
বৈশাখের স্মৃতিমাখা দিন
নয়তো কোন অল্প।
বৈশাখ এলে নতুন সাজে
আমার সারা গঁায়ে,
আনন্দ উৎসব অনুষ্ঠানের
পান্তা ইলিশ চায়ে।
বৈশাখ এলে নতুন সাজে
হাতি ফানুস ঘুড়ি
বৈশাখ এলে নতুন সাজে
সাদা রঙিন শাড়ি।
বৈশাখ এলে নতুন সাজে
চালের কূলা হাতে,
বৈশাখ এলে নতুন সাজে
কলসি সাজায় রাতে।
বৈশাখ এলে নতুন সাজে
সারা গঁায়ে মেলা,
বৈশাখ এলে নতুন সাজে
অনুষ্ঠানের খেলা।
বৈশাখ এলে নতুন সাজে
সাজে সখের নারী,
বৈশাখ এলে নতুন সাজে
নকশা অঁাকা শাড়ি।
ছবি-২৪
শহিদুল ইসলাম খোকন
তুমি সদয় নির্দোষী
সকল কিছুর মালিক তুমি
হুকুমেরই গোলাম আমি
তোমারই নাম বুকে পুসি
তুমি সদায় নির্দোষী
চাই নাই ভবে আসতে
পাঠাইলে তোমার ইচ্ছামতে
আসিয়া এই কাননে
পাই না তোমায় কোনখানে
তোমায় কত ভালোবাসি
তুমি সদয় নির্দোষী
শিখায়ে দিলে যেসব বাণী
এখন কি আর সেসব মানি?
কে যে দিল কুমন্ত্রণা
মরি আমি সে যন্ত্রণা
পেলে তারে দিতাম ফঁাসি
তুমি সদয় নির্দোষী।
সব যদি হয় তোমার ইচ্ছায়
জীবন কেন ভুলে কিচ্ছায়
যেদিন পাবো তোমার দেখা
মিলায়ে কপালের লেখা
আমায় সেদিন কইরো খুশি
তুমি সদয় নির্দোষী।
ছবি-২৪
ইমরান শা’কির ইমরু
সোনার বাংলাদেশ!
এ যেনো এক মৃত্যুপুরী
পৃষ্ঠা খুললেই লাশ!
ধর্ষণের প্রতিযোগিতা চলছে
কী নৃশংস উল্লাস!
ছবি-২৪
চিঠি উৎসবে চিঠি পাঠান
প্রিয় পাঠক, এক সময়ের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম ছিলো চিঠি। হাতে লেখা চিঠি আসতো দেশ বিদেশ থেকে। ডাকপিয়ন, হলুদ খাম, স্টাম্প আর চিঠির প্রতীক্ষা এখন কেবল স্মৃতি।
চিঠির ঐতিহ্যকে ধারণ করে পাঠক ফোরাম আয়োজন করছে চিঠি উৎসব। আপনারা যে কাউকে উদ্দেশ্য করে কোনো বিষয়ে চিঠি পাঠাতে পারেন। চিঠি হতে পারে বাবা-মায়ের প্রতি, প্রিয়তমা, বন্ধুর প্রতি।
নির্বাচিত চিঠিগুলো আমরা পাঠক ফোরামে প্রকাশ করবো। আর চিঠি লেখকদের জন্যে থাকবে পুরস্কার ও সনদপত্র।
প্রিয় পাঠক, আর দেরি কেন? চিঠি লিখুন আমাদের ঠিকানায়। আমরা আপনার চিঠির প্রতীক্ষা করছি।
চিঠি পাঠানোর শেষ তারিখ : ১০ মে ২০২৫।
চিঠি পাঠানোর ঠিকানা
পাঠক ফোরাম বিভাগ
দৈনিক চঁাদপুর কণ্ঠ, ডা. এমএ গফুরের বিল্ডিং (২য় তলা),
স্ট্র্যান্ডরোড, চঁাদপুর।
মোবাইল নম্বর : ০১৯৯০-৫৯৫৪৫৫
ই-মেইল : ঢ়ধঃযড়শ.পশ@মসধরষ.পড়স
ছবি-২৪
ঘোষণা
প্রিয় লেখক ও পাঠকবৃন্দ, শুভেচ্ছা নিবেন! পাঠক ফোরাম বিভাগ বিভিন্ন বিশেষ দিবস ও উপলক্ষে সময় সময় নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এসব আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে। আপনি যদি পূর্বের কোনো আয়োজনে পুরস্কারপ্রাপ্ত হয়ে থাকেন, কিন্তু এখনো পুরস্কার গ্রহণ না করে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন : ‘০১৯৯০-৫৯৫৪৫৫’।
আপনার প্রাপ্য পুরস্কার আপনাকে পেঁৗছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ধন্যবাদান্তেÑ
পাঠক ফোরাম বিভাগ।