প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫০
প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘অনপেক্ষ’

সম্প্রতি চঁাদপুর থেকে প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘অনপেক্ষ’। দেশের সমকালীন ঊনত্রিশজন কবির বসন্ত বিষয়ক কবিতা এবং সম্প্রতি প্রকাশিত দশটি বইয়ের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এই ছোটকাগজটি প্রকাশিত হয়। এ সংখ্যায় যাদের কবিতা স্থান পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি জোবায়ের মিলন, বঙ্গ রাখাল, মুহাম্মদ ফরিদ হাসান, সাইয়িদ মঞ্জু, আলোক আচার্য, আবদুর রাজ্জাক, তন্ময় মণ্ডল, জাহিদ নয়ন, সঞ্জয় দেওয়ান, দেওয়ান মাসুদ রহমান, নিঝুম খান, সুমন কুমার দত্ত, এএম সাদ্দাম হোসেন, কবির হোসেন মিজি প্রমুখ।
এই সংখ্যাটিতে স্থান পেয়েছে সম্প্রতি প্রকাশিত দশটি বইয়ের সংক্ষিপ্ত আলোচনা। বইগুলো হচ্ছে কাদের পলাশের গবেষণাগ্রন্থ চঁাদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য, মাইনুল ইসলাম মানিকের কাব্যগ্রন্থ কুরুক্ষেত্রের ঘুড়ি, মুহাম্মদ ফরিদ হাসানের গবেষণাগ্রন্থ চিত্রকলার জগত, গাজী মুনছুর আজিজের ভ্রমণগ্রন্থ পাখির খেঁাজে বাংলাজুড়ে, নুরুন্নাহার মুন্নির গল্পগ্রন্থ গণতন্ত্রে পুরুষতন্ত্র, দেওয়ান মাসুদ রহমানের কাব্যগ্রন্থ কৃষ্ণচূড়া মোড়, জাহিদ নয়নের কাব্যগ্রন্থ আততায়ী অন্ধকার, মিজানুর রহমান রানার উপন্যাস এই জনমে, কবির হোসেন মিজির কাব্যগ্রন্থ লাল রঙের নামতা ও আরিফুল ইসলাম শান্তের মৌন বৃক্ষের রাত্রিদিন।
ছোটকাগজটির সম্পাদনা করেন কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক। তিনি বলেন, “চঁাদপুরের প্রয়াত লেখক তছলিম হোসেন হাওলাদার ‘অনপেক্ষ’ ছোটকাগজটি সম্পাদনা করতেন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা এই ছোটকাগজটি নিয়মিত সম্পাদনা করার উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে তার পরিবারবর্গের সাথে আমরা যোগাযোগ করি এবং তারা আনন্দচিত্তে সম্মতি প্রদান করেন। এখন থেকে ছোটকাগজটি নিয়মিত প্রকাশিত হবে।”
বিখ্যাত চিত্রশিল্পী কেটি সেম্পলের চিত্রকর্ম অবলম্বনে এই সংখ্যার প্রচ্ছদ করা হয়েছে। ছোটকাগজটির নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কবি শাদমান শরীফ। সহযোগী সম্পাদক হিসেবে ছিলেন কবি ও সাংবাদিক মো. হোসেন বেপারী। সংখ্যাটির বিক্রয় মূল্য : ত্রিশ টাকা।