রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৪

পাঠক ফোরামের কবিতা

অনলাইন ডেস্ক
পাঠক ফোরামের কবিতা

বিচিত্র কুমার কবিতা

তুমি আমার প্রথম প্রেমের রোমান্টিক কবিতা

মনের কুঠরিতে লালন করা অব্যক্ত কথা,

বাক্য আর শব্দের অলংকারে তোমাকে সাজাতে

কোটি কোটি প্রেমপত্র লিখেছি ডায়েরির পাতা।

মুঠো মুঠো প্রেম ছড়িয়ে দিয়েছি মুক্ত দিগন্তে

শুধু তোমার নামে কবিতা।

কত না রং আবেগ অনুভূতি মিশিয়ে

রবীন্দ্রসংগীতের মিলনের সুরে,

কিংবা বীণার করুণ সুরে ডেকেছি

তবুও তুমি বোঝনা থাকো দূরে দূরে।

আমার কবিতার প্রতিটি পঙ্ক্তিমালা

শুধু তোমার কথা বলে ছন্দ আর সুরে।

ভালোবাসা সেতো ফিনিক্স পাখির মতো

সাঁতার কাটে ভেসে ভেসে আকাশের তীরে,

রংধনুর রঙে মন রাঙায় শুধু একাকী নীরবে

জীবন্ত কবিতা কথা কয় যদি মনে ধরে।

তুমি মাঝরাতে চুপিসারে এঁকে

দাও ভালোবাসার আল্পনা

তুমি আমার শয়নে স্বপনে

জাগরণে শুধু এক কল্পনা।

মো. আকাশ হোসেন

হৃদয়গৃহ

এ প্রাণ তাহারে ধরিতে চায়

কখনো কখনো সে ধরা দেয়Ñ

মোর হৃদয়ের আলোকবর্তিকায়।

মোর হৃদয়মত্ত, তাহারি নৃত্যে তাহারি গাওয়া গীতে, ভালোবেসেছি নিঃশর্তে।

তাহার জন্য সিক্ত, মোর ব্যাকুল দেহ সে বিহনে মোর হৃদয়ে, রবে না কেহ!

তাহারে চাহি আমি এই প্রাণপণে সে রহেছে মোর ধ্যানে-জ্ঞানে।

সে এসে ধরা দিবে মোর ব্যাকুল দেহে বিশ্বহৃদয় পাড় হয়ে আসবে সে মোর হৃদয়গৃহে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়