প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৩
চিঠি উৎসবে চিঠি পাঠান

প্রিয় পাঠক, এক সময়ের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম ছিলো চিঠি। হাতে লেখা চিঠি আসতো দেশ বিদেশ থেকে। ডাকপিয়ন, হলুদ খাম, স্টাম্প আর চিঠির প্রতীক্ষা এখন কেবল স্মৃতি।
চিঠির ঐতিহ্যকে ধারণ করে পাঠক ফোরাম আয়োজন করছে চিঠি উৎসব। আপনারা যে কাউকে উদ্দেশ্য করে কোনো বিষয়ে চিঠি পাঠাতে পারেন। চিঠি হতে পারে বাবা-মায়ের প্রতি, প্রিয়তমা, বন্ধুর প্রতি।
নির্বাচিত চিঠিগুলো আমরা পাঠক ফোরামে প্রকাশ করবো। আর চিঠি লেখকদের জন্যে থাকবে পুরস্কার ও সনদপত্র।
প্রিয় পাঠক, আর দেরি কেন? চিঠি লিখুন আমাদের ঠিকানায়। আমরা আপনার চিঠির প্রতীক্ষা করছি।চিঠি পাঠানোর শেষ তারিখ : ১০ মে ২০২৫।
চিঠি পাঠানোর ঠিকানা
পাঠক ফোরাম বিভাগ
দৈনিক চাঁদপুর কণ্ঠ, ডা. এমএ গফুরের বিল্ডিং (২য় তলা),
স্ট্র্যান্ডরোড, চাঁদপুর।
মোবাইল নম্বর : ০১৯৯০-৫৯৫৪৫৫
ই-মেইল : [email protected]