প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১
বই পরিচিতি : 'পাঠশেষে কবি'

দৈনিক চাঁদপুর কণ্ঠের উপদেষ্টা, সব্যসাচী লেখক পীযূষ কান্তি বড়ুয়ার
বেশকিছু সম্পাদিত বইয়ের পাশাপাশি সাতাশতম মৌলিক গ্রন্থ হিসেবে
'পাঠশেষে কবি' প্রকাশিত হয়েছে অতি সম্প্রতি।
বইয়ের ধরণ : কবি ও কবিতার পাঠ পর্যালোচনাকেন্দ্রিক প্রবন্ধ সংকলন।
বইটি প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৪। মুদ্রিত মূল্য ৩৬০ টাকা। প্রকাশক : অনুপ্রাণন, প্রচ্ছদ : আইয়ুব আল আমিন।বইটতে ২০টি লেখা স্থান পেয়েছে। লেখাগুলোর শিরোনাম হচ্ছে :
মেঘদূতের উপমা : পূর্ব মেঘ,
মেঘদূতের উপমা : উত্তর মেঘ,
আমার অন্তরতর গীতিকবি,
অমিত্রাক্ষর ছন্দের আর্যমিত্র,
মাইকেলের কবিতায় আক্ষেপ,
রবীন্দ্রকাব্যের রকমারি নায়িকারা,
বাঙালির চিন্তারাজ্যে অভিযাত্রী রবীন্দ্রনাথ,
মরণোত্তর চর্চায় কবি জীবনানন্দ দাশ,
হেমন্তের কবি জীবনানন্দ দাশ,
নজরুলের নদীপুরাণ,
ধূমকেতু'র শতবর্ষে নজরুল-প্রসঙ্গ,
জনতার অনলকুসুম,
‘ও আমার দরদী' জসীমউদ্দীন,
স্বরবৃত্তের ঘোড়সওয়ার শামসুর রাহমান,
শঙ্খ ঘোষের কবিতা : নির্মাণশিল্পের নতুন পাঠ, মর্মজয়ী গদ্যে শঙ্খঘোষ,
আধকোশা নদীর নায়ক সৈয়দ হক,
তবক দেওয়া পানের কবি, কবিতার রেখায় গুণের অবয়ব ও
রুদ্র-দ্রোহের বিনিদ্র অন্ধকারে।প্রতিটি লেখাই বিভিন্ন সময়ে দৈনিক চাঁদপুর কণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্যপাতা ও নামকরা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।
১২৮ পৃষ্ঠার সুখপাঠ্য এই বইটির বহুল প্রচার ও পাঠকপ্রিয়তা প্রত্যাশা করছি।
--সাহিত্য সম্পাদক।