বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৪ মে ২০২৩, ২১:১৭

মতলব উত্তরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুম-২৩’র ধান- চাল সংগ্রহের কার্যক্রম শুরু হলো।

বুধবার (২৪ মে) বিকাল ৪ টায় মতলব উত্তর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল সালামের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু কালাম আজাদ প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৫২৯ মেট্টিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ও ৩০ মেট্টিক টন চাল ৪৪ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়