শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০১ জুন ২০২২, ১৮:০৫

বাজেটে কৃষি বরাদ্দ বাড়ানোর দাবিতে চাঁদপুরে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি পেশ

স্টাফ রিপোর্টার
বাজেটে কৃষি বরাদ্দ বাড়ানোর দাবিতে চাঁদপুরে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি পেশ

উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ, ফসলের লাভজনক দাম নিশ্চিত করাসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ ও ডিসির মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়েছে। ১জুন বুধবার দুপুরে শহরের মিছিল করে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের ৯৫ ভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষই শ্রমিক কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর। অথছ গ্রাম শহরের দরিদ্র মানুষের কোন স্বার্থ দেখে না শাসকগোষ্ঠী। অতএব হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, চলমান গণবিরোধী নীতি পরিবর্তন করতে হবে। তাই উন্নয়ন বাজেটে ৪০ ভাগ টাকা কৃষিখাতে বরাদ্ধ করে কৃষক ক্ষেতমজুরদের ন্যায় সঙ্গত দাবী বাস্তবায়ন করতে হবে। নচেৎ সেই দিন আর বেশি দূরে নয় ১২ কোটি কৃষক আর শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের অধিকার আদায় করতে ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়