রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের পিঠা উৎসব

প্রবীর চক্রবর্তী।।
ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের পিঠা উৎসব

'পাঠাগার হোক উন্নত সংস্কৃতি ও মনুষ্যত্ব অর্জনের হাতিয়ার' এ শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই উৎসবে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শিত হয়। উৎসবে ফরিদগঞ্জ খেলাঘর আসরের খুদে শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পাঠাগার উপ-কমিটি ও পিঠা উৎসবের আহ্বায়ক মোশারফ হোসেন নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।

বক্তারা বলেন, আবহমানকাল থেকে এদেশের মানুষ তাদের ঐতিহ্য ও সংস্কৃতি লালন করে আসছে। সে ধারাকে এগিয়ে নিতে নওজোয়ান ওয়ালি উল্লাহ খান, নূরেজ্জামান ভূঁইয়া ও আইউব আলী খানের মতো প্রজ্ঞাবান শিক্ষাবিদ, সমাজহিতৈষী ও রাজনৈতিক ব্যক্তিরা এ সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। তাদের রেখে যাওয়া পথকে এগিয়ে নিতেই এ সংগঠন কাজ করছে। এই সংগঠনের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের ঐতিহ্যকে এগিয়ে নিতে ও ধরে রাখতে চাই। আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে। উৎসব শেষে সেরা পিঠা তৈরি ও প্রদর্শনকারীকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়