শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সুবর্ণজয়ন্তীর কার্যক্রম শুরু

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সুবর্ণজয়ন্তীর কার্যক্রম শুরু

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৫০ বছরপূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন কার্যক্রম শুরু হয়েছে। আজ (৫ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চাঁদপুর রোটারী ভবন প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদযাপন অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর দিকনির্দেশনা এবং উদ্বোধনী কার্যক্রম তুলে ধরা হয়। সঞ্চালনায় ছিলেন রোটারী ক্লাবের রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান।

উদযাপন পরিষদের আহ্বায়ক তাঁর বক্তব্যে সুবর্ণজয়ন্তীর তাৎপর্য তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।

প্রয়াত রোটার‌্যাক্টরদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এরপর চাঁদপুর শহর থেকে রিক্সা ও অটোবাইক র‌্যালি মূল অনুষ্ঠানস্থল বাবুরহাটস্থ শিশু পরিবারের উদ্দেশ্যে রওনা হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়