শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৪

আজ সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীর ৫৮তম জন্মবার্ষিকী

বিশেষ সংবাদ দাতা, চাঁদপুর
আজ সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীর ৫৮তম জন্মবার্ষিকী
আব্দুল মান্নান সিদ্দিকী

আজ ১৮ জানুয়ারি, ২০২৫ তারিখে চাঁদপুর জেলা সাংবাদিকতা ও সাহিত্য জগতের পরিচিত মুখ আব্দুল মান্নান সিদ্দিকী তার ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামের মরহুম আবু বকর সিদ্দিক ও আয়েশা সিদ্দিকার জ্যেষ্ঠ পুত্র আব্দুল মান্নান সিদ্দিকী ১৯৬৭ সালের ১৮ জানুয়ারি শীতলক্ষ্যা নদীর পাড়ে, ঢাকা ডেমরা এলাকার সারুলিয়া গ্রামের লাঠমিয়ার বাড়িতে জন্মগ্রহণ করেন।

তার পিতা আবু বকর সিদ্দিক করিম জুট মিলে বিদ্যুৎ প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বাবার কর্মস্থলের বদলির কারণে তার শৈশব কেটেছে চাঁদপুর শহরে। চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরান বাজার ডিগ্রী কলেজে ভর্তি হন। একাদশ শ্রেণীতে লেখাপড়ার সময় থেকেই তিনি সাংবাদিকতা ও লেখালেখির জগতে প্রবেশ করেন। সাপ্তাহিক দেওয়ানবাগ, সাপ্তাহিক চাঁদপুর, রূপসী চাঁদপুর, সাপ্তাহিক রাজপথ, দৈনিক সংগ্রাম, দৈনিক শক্তি, দৈনিক সকালের খবর—এসব পত্রিকার চাঁদপুর জেলা সংবাদদাতা হিসেবে তার কর্মজীবন শুরু হয়।

বিপুল পাঠকপ্রিয়তা ও পাঠক আস্থা অর্জনকারী আব্দুল মান্নান সিদ্দিকী চাঁদপুর জেলা সাংবাদিক সমিতি, চাঁদপুর সাংবাদিক এসোসিয়েশন ও চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য ছিলেন। এছাড়া কবি ও লেখক সংগঠন কাব্যলোকের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রেও তার অবদান অমূল্য; তিনি ১৯৮৪ সালে দৈনিক সংগ্রাম পত্রিকার ক্রীড়া মজলিসের শ্রেষ্ঠ প্রশ্নকর্তা হিসেবে জীবনবৃত্তান্ত প্রকাশিত হন।

সালে, কবি ও লেখক সংগঠন কাব্যলোক তাকে শ্রেষ্ঠ কবিতা কর্মী হিসেবে পুরস্কৃত করে। এই পুরস্কার তখনকার জেলা প্রশাসকের হাত থেকে গ্রহণ করেন তিনি। বর্তমানে আব্দুল মান্নান সিদ্দিকী শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে কাজ করছেন এবং দৈনিক দেশ সেবা, দৈনিক চাঁদপুর কন্ঠ ও নবধারা নিউজ২৪.কম-এর সংবাদদাতা হিসেবে নিয়মিত লেখালেখি করছেন।

তার ব্যক্তিগত জীবনেও রয়েছে অসামান্য সাফল্য। তার সহধর্মিনী মাহফুজা বেগম বর্তমানে উত্তর কামারগাঁও আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাইস্কুলে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। তাদের মেয়ে মোকছেদা শ্রীনগর সরকারি কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী, এবং ছেলে তাওহিদুল ইসলাম আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী।

আজকের এই বিশেষ দিনে আব্দুল মান্নান সিদ্দিকী তার জীবনের পরবর্তী পথ পরিক্রমায় দেশের কল্যাণে কাজ করতে সকলের দোয়া প্রার্থনা করেছেন। তার দীর্ঘ সাংবাদিকতা ও লেখালেখির জীবনের অভিজ্ঞতা এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা অবশ্যই আগামী দিনে আরো শক্তিশালীভাবে অবদান রাখতে সাহায্য করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়