প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১
সংগীতশিল্পী মনোজ আচার্যীর পরলোকগমন

চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ, স্বদেশ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনোজ আচার্যী (মনোজ দা) আর বেঁচে নেই। তিনি শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) সকাল ১১টায় চাঁদপুর শহরের নতুন বাজারস্থ আদালত পাড়ার ভাড়া বাসায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যু সংবাদে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রয়াত শিল্পীকে শেষবারের মতো এক নজর দেখার জন্যে সাংস্কৃতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্বমহলের সুধীজন তাঁর বাসায় যান। এ সময় তাঁর প্রাণপ্রিয় সংগঠন স্বদেশ সাহিত্য সংগঠনের শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতি অঙ্গনের নেতা-কর্মীসহ অনেকে অশ্রুসিক্ত হন। তারা অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করেন।
এদিনই চাঁদপুর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রয়াত মনোজ আচার্যী দীর্ঘদিন যাবত কিডনি, হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতার জন্যে ভারতসহ দেশের বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসা গ্রহণ করেন।
অজয় ভৌমিকের শোক
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক বিশিষ্ট কণ্ঠশিল্পী মনোজ আচার্যীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, তাঁর বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।