বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৯:৪৬

আম্বানি-আদানিদের সঙ্গে ধনী তালিকায় শাহরুখ, কত কোটির মালিক?

অনলাইন ডেস্ক
আম্বানি-আদানিদের সঙ্গে ধনী তালিকায় শাহরুখ, কত কোটির মালিক?

মুকেশ আম্বানি ও গৌতম আদানীদের সঙ্গে ধনী তালিকায় জায়গা করে নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কিং খান ছাড়াও বলিউডের অনেকেই রয়েছেন এই তালিকায়। শাহরুখ ৩৩৪ জনের মধ্যে রয়েছেন। তালিকায় যারা রয়েছেন তাদের মোট সম্পত্তির পরিমাণ ১৫৯ লাখ কোটি টাকা।

গত বছর শাহরুখের প্রযোজনা সংস্থা আকাশছোঁয়া লাভ করে। পাঠান এবং জওয়ান সিনেমা দারুণ ব্যবসা করেছে। এছাড়াও, কলকাতা নাইট রাইডারসের সহ মালিক তিনি। ফলে এবার শাহরুখের এই তালিকায় অবতরণ নিতান্তই ছোট ঘটনা নয়।

কত কোটির সম্পত্তি শাহরুখের?

জানা গেছে, শাহরুখ খান প্রায় ৭৩০০ কোটির মালিক। যাতে বড় অবদান রয়েছ রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডারসের। শাহরুখের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার নেহাতই কম নয়। উল্টোদিকে, শুধু শাহরুখ নিজে না, বরং এই তালিকায় জায়গা করে নিয়েছে জুহি চাওলা, অমিতাভ বচ্চন এবং হৃতিক রোশনও।

বলিউডের কারা কারা রয়েছেন এই তালিকায় এবং তারা কত কোটির মালিক?

১. শাহরুখ খান ৭ হাজার ৩০০ কোটি

২. জুহি চাওলা ৪ হাজার ৬০০ কোটি

৩. হৃতিক রোশন ২ হাজার কোটি

৪. অমিতাভ বচ্চন ১ হাজার ৬০০ কোটি

৫. করণ জোহর ১ হাজার ৪০০ কোটি

কলকাতা নাইট রাইডারসের সহ-মালিক জুহি চাওলাও এই তালিকায় রয়েছেন, যার আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি টাকা। বলিউডের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। ২০০০ কোটি টাকার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন। তার অ্যাথলেইজার ব্র্যান্ড এইচআরএক্সের বিরাট অবদান আছে এতে। অমিতাভ বচ্চন ও করণ জোহরও রয়েছেন এই তালিকায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়