প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০
ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে সম্মাননা পেলেন এক মায়ের দু’সন্তান
বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষে আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মাননা পেলেন এক মায়ের দুসন্তান। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। ভারত ও বাংলাদেশ যৌথ আয়োজনের সম্মাননায় এক সন্তান হুমায়ুন কবির পেলেন ক্রীড়াবিদ হিসেবে সম্মাননা এবং আরেকজন অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী পেলেন মানবাধিকার কর্মী হিসেবে সম্মাননা। উভয়ের বাড়ি চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে। ২৯ জুলাই শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলার প্রধান মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।