শনিবার, ২৯ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৬:৫৮

বাংলাদেশ-ভারতের ফুটবল খেলা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো।।
বাংলাদেশ-ভারতের ফুটবল খেলা দেখতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

ফরিদগঞ্জে ব্যাটারী চার্জ দেয়া অটোবাইকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌদি প্রবাসী শরীফ হোসেন (৩৫)-এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর রাস্তার পাশে লিটনের ব্যাটারিচালিত অটোবাইকের গ্যারেজে এ ঘটনা ঘটে। মৃত শরীফ হোসেন চির্কা পাটওয়ারী বাড়ির মোশাররফ হোসেনের ছোট ছেলে।

পরিবারের ও স্থানীয় লোকজন জানান, বুধবার (২৬ মার্চ ২০২৫) দুপুরে শরীফ সৌদি যাওয়ার কথা ছিলো। সে রাত ৯ টায় এলাকার লোকজনের কাছ থেকে বিদায় নিতে গিয়ে লিটনের ব্যাটারিচালিত অটোবাইকের গ্যারেজে বাংলাদেশ ও ভারতের ফুটবল খেলা দেখছিল। হঠাৎ করে গ্যারেজে ব্যাটারী চার্জ দেয়া অটোবাইকের সাথে হেলান দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শরীফের মা রহিমা বেগম বলেন, আমার ছেলে গত ৬ মাস পূর্বে সৌদি থেকে দেশে আসেন এবং দু মাস পূর্বে বিয়ে করে। বুধবার (২৬ মার্চ ২০২৫) দুপুরে বাংলাদেশ থেকে সৌদি যাওয়ার কথা ছিলো, এখন সে মৃত।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, বিদ্যুতায়িত হয়ে শরীফের মৃত্যুর সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তের আবেদনের প্রেক্ষিতে দাফনের অনুমতি দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়