মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১২:৩৭

সৈয়দ সাহিলের ওয়েব ফিল্ম ‘পথযাত্রী’

অনলাইন ডেস্ক
সৈয়দ সাহিলের ওয়েব ফিল্ম ‘পথযাত্রী’

জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমানোর লক্ষ্যে ঘর ছাড়া কিছু যুবকের মৃত্যুর মুখোমুখি দাঁড়াবার গল্প নিয়ে সৈয়দ সাহিল এর নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম `পথযাত্রী'। বিশ্বে অপরাধ জগতের নতুন অধ্যায়ের নাম মানবপাচার। যারা পাচার হয় তারা মানব সন্তান। কেউ জীবিকার তাগিদে,কেউ নিরাপত্তার কারণে, কেউ রাজনৈতিক হামলা-মামলা আবার কেউ যুদ্ধের বিভীষিকাময় বারুদ বা বোলেটের আঘাত থেকে বাঁচার জন্য দেশান্তরিত হয়। তাদের গন্তব্য একটাই উন্নত দেশ ইউরোপ ও আমেরিকায় পাড়ি জমানো। দেশান্তরি মানব গুলো নিজ দেশ থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে দালাল চত্রেুর খপ্পরে পড়ে। আর পথিমধ্যে এই সুযোগে মানুষের অসহায়ত্বকে পুঁজী করে উংপেতে থাকা মানবপাচারকারীরা জেগে উঠে। তাদের অমানবিক আচরণে কতশত নামজানা-অজানা প্রাণের শেষ নি:শ্বাস কোন দেশের সীমান্ত, গহীন জঙ্গল, বরফের চাঁদর কিংবা গভীর কোন সমুদ্রে হারিয়ে গেছে। ইউরোপ অথবা আমেরিকার স্বপ্নকে বুকে লালণ করা অবৈধ পথের যাত্রী কখনো কি ভেবে দেখেছে পথের বাস্তবতা? যেখানে প্রতিটি ধাপে ধাপে জীবন মৃত্যুর শঙ্খা অবধারিত। এরকম বাস্তবতার উপর ভিত্তি করে সৈয়দ মুন্তাছির রিমন এর ভাবনা ও গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পথযাত্রী‘। সংলাপ ও চিত্রনাট্য করেন মোফাজ্জাল হোসেন অপুর্ব। এই ওয়েব ফিল্মটি বাংলাদেশসহ ইউরোপের বিভিন্ন লোকেশন চিত্রায়িত হয়েছে। ওয়েব ফিল্মটির আবহ সঙ্গীত পরিচালনা এবং গানটির সঙ্গীতায়োজন করেছেন ভিকি রায়। কথা, সুর এবং কণ্ঠ ইমতিয়াজ রনি।

ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন বাংলাদেশি অটিটি প্লাটফর্মের পরিচিত মুখ নাসির উদ্দীন খান, আরিফ, ফাহাদ পারভেজ, নয়ন শেখ আরও বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী অলি ক্যান ও অভিনেতা অ্যান্থনি। এতে সহকারী পরিচালক হিসেবে সৈয়দ রাহাদ আহমদ ও আরো অভিনয় করেছে নবাগত আব্দুর রহমান ও সজল আহমদ। সম্পাদনা করেন রিয়াদ হাসান হৃদয়। সাত্তার আলী সুমন (শাহআলম) এর প্রয়োজনা ও সৈয়দ সাহিল এর পরিচালনায় ‘পথযাত্রী‘ ওয়েব ফিল্মটির টাইটেল গান `শেষফেরা' মিউজিক ভিডিও ইতিমধ্যে রিলিজ হয়েছে। এই ওয়েব ফিল্মটি শীঘ্রই রিলিজ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়