রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১৬:৩৪

ফরিদগঞ্জের সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে : ডা. জে আর ওয়াদুদ টিপু

আগামী কয়েক বছরের মধ্যে শিক্ষাব্যবস্থাকে নতুন রূপে দেখবে অভিভাবকরা

ফরিদগঞ্জ ব্যুরো
আগামী কয়েক বছরের মধ্যে শিক্ষাব্যবস্থাকে নতুন রূপে দেখবে অভিভাবকরা

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার সাহাপুর সোনালী বালিকা উচ্চ বিদ্যায়য়ের নবনির্বাচিত কমিটি, শিক্ষার্থী সমাবেশ ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে নবনির্বাচিত কমিটির সদস্যরা ম্যানেজিং কমিটির প্রথম সভায় মিলিত হন।

বুধবার ১০ নভেম্বর বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতের উন্নয়নের জন্য সকল পদক্ষেপ নিয়েছেন, আগে আমরা পুরানো বই পেতাম, কিছুদিন ক্লাস করার পরে আস্তে আস্তে দুই/এক বিষয় করে নতুন বই পেতাম। আর বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুরের গর্ব মাননীয় শিক্ষমন্ত্রী ডাঃ দীপু মনির অক্লান্ত পরিশ্রমে ডিসেম্বরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পাঠিয়ে দেন। বছরের প্রথম দিনে আমাদের শিক্ষার্থীরা বই উৎসবের মাধ্যমে নতুন বই হাতে পায়। প্রতিটি উপজেলায় নতুন ৪ তলা ভবন করে দেওয়া হচ্ছে। প্রায় ৭০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যেই নতুন ভবন হয়েছে । আগামী কয়েক বছরের মধ্যে শিক্ষাব্যবস্থাকে নতুন রূপে দেখবে অভিভাবকরা। আমরা আশাকরছি সাহাপুর সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটোওয়ারীর নেতৃত্বে প্রতিষ্ঠানের উন্নয়ন ও পড়া লেখার মান এগিয়ে যাবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও স্কুল ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম. সোনালী আঁশ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান পাটওয়ারী, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খান, প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান সাধারন সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমুখ। সভায় বক্তারা নারী শিক্ষাকে এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের লোকজনের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়