প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ পেলো ড্যাফোডিল কম্পিউটার্স
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস’(বেসিস) কর্তৃক আয়োজিত ‘৪র্থ বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২০’ পাওয়ার গৌরব অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংগঠন ড্যাফোডিল কম্পিউটার্স লিসিটেড। সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার ‘স্মার্ট এডু ইআরপি’ উদ্ভাবন করে ড্যাফোডিল কম্পিউটার্স এই পুরস্কার অর্জন করে।
|আরো খবর
ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সফটওয়্যার বিভাগের বিপণন প্রধান রিয়জ উদ্দিন আহমেদ বেসিসের আন্তর্জাতিক উপদেষ্টা ও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২০-এর প্রধান বিচারক আবদুল্লাহ এইচ কাফির কাছ থেকে ২৭ জুন এ পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক। বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমেদ মাসুদ, পরিচালক ও বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন ও সহ-আহ্বায়ক রাশেদ কামাল।
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করার মাধ্যমে বেসিস ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি সংক্রান্ত প্রকল্পগুলোকে বাছাই করে এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করে। এ বছর ৩৬ টি ক্যাটাগরিতে ৫৯ টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।