প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭
চাঁদপুরে জেলা প্রশাসকের উদ্যোগে ২৩০ মাদ্রাসা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। জেলার ২৩০টি মাদ্রাসা প্রধান এ সভায় উপস্থিত ছিলেন।
|আরো খবর
সভায় জেলা প্রশাসক বলেন, আলেমগণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখেন। সঠিক শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে তারা সমাজকে দ্রুত পরিবর্তনের পথে নিতে পারেন।
তিনি উল্লেখ করেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায়ই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধার উৎকর্ষ প্রদর্শন করে থাকেন, যা দেশের জন্য গর্বের।
জেলা প্রশাসক আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং মাদ্রাসাগুলো এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে।
শিক্ষার্থীদের আচরণ গঠনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উন্নত দেশের মতো ব্যক্তিত্ব গঠনমূলক শিক্ষা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, নিজের দায়িত্ব পালনে তিনি সর্বদা সততা বজায় রেখেছেন এবং নৈতিকতার প্রতি অটল ছিলেন।
মাদ্রাসাগুলোতে ডিবেট প্রতিযোগিতা, ইংলিশ ডিবেট ও ইংলিশ বক্তৃতা আয়োজনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বিজয়ীদের পুরস্কারের আশ্বাস দেন।
তিনি বলেন, বনভোজন, শিক্ষা সফরসহ সহপাঠক্রমিক কার্যক্রম বাড়ালে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক শিক্ষা লাভ করতে পারবে।
পারিবারিক বন্ধন দৃঢ় করতে পরিবারের সদস্যদের একত্রে খাবার খাওয়ার অভ্যাস এবং ঘরে সালামের সংস্কৃতি চালুর প্রতি তিনি জোর দেন।
তিনি আরও বলেন, সঠিক আচরণ ও সুস্থ পরিবেশ বজায় থাকলে সন্তানরা কিশোর গ্যাং এর মতো বিপথগামী কর্মকাণ্ডে জড়াবে না।
জেলা প্রশাসক ঘোষণা দেন যে তার নামে কোনো নামফলক স্থাপন করা হবে না; বরং মানুষের হৃদয়ে স্থান পেতে চান তিনি।
সভায় মাদ্রাসা প্রধানগণ তাদের মতামত তুলে ধরেন এবং জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ডিসিকে /এমজেডএইচ








