সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৯

জেলা প্রশাসকের উদয়ন শিশু বিদ্যালয় পরিদর্শন

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা আছে, বিদ্যালয়টির সংস্কার একান্ত প্রয়োজন

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা আছে, বিদ্যালয়টির সংস্কার একান্ত প্রয়োজন

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ৯ টায় চাঁদপুর প্রেসক্লাব পরিচালিত শহরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

পরিদর্শনকালে তাঁকে বিদ্যালয়টির প্রতিটি কক্ষ ঘুরিয়ে দেখান বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন। এ সময় জেলা প্রশাসক বলেন, শিশুদের শিক্ষা প্রদান করার এই বিদ্যালয়টি চাঁদপুরের একটি ঐতিহ্য। বিদ্যালয়ের ছাদ দিয়ে পানি পড়া, শ্রেণিকক্ষের দরজা জানালার ভঙ্গুর দশা বিদ্যালয়ের সুনাম নষ্ট করে ফেলবে। আমি বিদ্যালয়টি পরিদর্শনকালে বুঝতে পারলাম, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী মেধাবী। চাঁদপুর শহরের সর্বশ্রেণীর মানুষের সন্তানরা এই বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করছে। এই শিশুগুলো অদূর ভবিষ্যতে চাঁদপুরের গর্ব হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, এ বিদ্যালয়ের সংস্কারের জন্যে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে আর্থিক বরাদ্দ প্রদান করা হবে, যার মাধ্যমে বিদ্যালয়ের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা যায়।

জেলা প্রশাসকের পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়