শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০১:৩৬

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি

মো. জাকির হোসেন
শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি

৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করবেন।

র‍্যালি শেষে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

- অধ্যাপক আবদুল মান্নান, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর।
- জনাব মোহাম্মদ রুহুল্লাহ, জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর।
- মোহাম্মদ মোসাদ্দেক হোসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁদপুর।

সভাপতির দায়িত্ব পালন করবেন এস, এম, এন জামিউল হিকমা, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর।

আলোচনা সভায় বক্তারা প্রতিপাদ্য বিষয় “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” (Recasting Teaching as a Collaborative Profession)-এর তাৎপর্য তুলে ধরবেন। তাঁরা শিক্ষকের মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও সহযোগিতামূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করবেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়