শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৪

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান!

মতলবে স্কুলের ছাদের পলেস্তরা খসে দুই শিক্ষার্থী আহত

মতলবে স্কুলের ছাদের পলেস্তরা খসে দুই শিক্ষার্থী আহত
মতলবে সপ্রাবি'র ছাদের পলেস্তরা খসে পড়ছে।
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলার ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদের ভিমের পলেস্তরা খসে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছে ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের এই বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদানের সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।

এ সময় ২য় শ্রেণীর শিক্ষার্থী বায়েজিদ ও মরিয়ম আহত হয় । বায়েজিদের মাথায় ও মরিয়মের পায়ে আঘাত লাগে ।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তানহাসহ একাধিক শিক্ষার্থী জানায়, আমাদের বিদ্যালয়ের শ্রেণীতে আগেও একাধিক ছেলেমেয়ে এভাবে আহত হয়েছে । আমাদের ক্লাসের দরজা-জানালা, দেয়ালসহ বিভিন্ন অংশে ভাঙ্গা ও ফাটল রয়েছে। আমাদের স্কুলে একটা নতুন ভবন চাই। তাহলে আমাদের ভালো লাগতো।

বাংলা শিক্ষিকা হোসনেয়ারা বলেন, আমি শ্রেণী কক্ষে বাংলা ক্লাস নেয়ার সময় হঠাৎ ওপর থেকে ভিমের ঢালাইয়ের পলেস্তরা ভেঙ্গে পড়ে। এ সময় দুই শিক্ষার্থী আহত হয় । বিদ্যালয়টি জরাজীর্ণ হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকে, আমরাও বিদ্যালয়ে নিরাপত্তাহীনতার মধ্যে থাকি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। এ বিষয়টি আমি আমাদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান স্যারকে জানিয়েছি ।

নারায়ণপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু আহতের কথা বলেননি। ভানুরপাড়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবনের জন্যে আবেদন করা আছে। বরাদ্দ পেলেই ভবন নির্মাণ করা হবে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়