প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সাক্ষরতা দিবস পালন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর শহরের বকুলতলাস্থ রেলওয়ে কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
|আরো খবর
ক্লাব সভাপতি ডালিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলীমা মুন্নী, মিতু আক্তার, সহ-সভাপতি রওশন আক্তার, কোষাধ্যক্ষ প্রীতি সাহা ও সদস্য রুবিনা মরিয়ম।
ক্লাব সদস্যরা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হলে প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসতে হবে। সাক্ষরতা দিবস শুধু একটি দিন নয়, বরং এটি আমাদের জন্যে একটি অঙ্গীকার। সবাইকে শিক্ষার আওতায় আনা জরুরি। শিক্ষার মাধ্যমে মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হয়, সমাজে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। তাই আমরা সবাই মিলে শতভাগ শিক্ষিত সমাজ গড়ে তুলবো।