বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২১:১৭

বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলাই মেশিন ও বৃক্ষ উপহার

অনলাইন ডেস্ক
বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলাই মেশিন ও বৃক্ষ উপহার

সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ এবং কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার মনতলা বাজারে এ অনুষ্ঠান হয়। এতে সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে এবং সাবেক সহ-সভাপতি এস. এম. মিরাজ মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ এবং সংগঠনের উপদেষ্টা খালেকুজ্জামান শামীম।

বক্তব্য শেষে সামাজিক কাজে সর্বোচ্চ অর্থ প্রদান করায় সংগঠনের সদস্য মো. শরীফ হোসেন পাটোয়ারী, সর্বোচ্চ অর্থ সংগ্রহ করায় সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দীন ও সাবেক সহ-দফতর সম্পাদক ইয়াসিন বরকন্দাজকে সম্মাননা প্রদান করা হয়। একই সময়ে সামাজিক কাজে সর্বাধিক উপস্থিতি থাকার জন্যে সাবেক রক্ত-সংগ্রহ বিষয়ক সম্পাদিকা ফারজানা ইসলাম ইয়াসমিন ও সদস্য রাজু মির্জাকে সম্মাননা দেওয়া হয়।

পরে সংগঠনের স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৩ জনকে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, অ্যাডভোকেট জাকির হোসেন বাবলু, সমাজসেবক জয়দেব পাল, সাংবাদিক মো. শিমুল হাসান, সাংবাদিক এস. এম. ইকবাল, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক অর্থ সম্পাদক নাছির উদ্দীন, সাবেক সহ-দফতর সম্পাদক ইয়াসিন বরকন্দাজ, সাবেক প্রচার সম্পাদক মো. রনি, সাবেক ধর্ম সম্পাদক নাজির উদ্দীন পাটোয়ারী, সাবেক রক্ত বিষয়ক সম্পাদিকা ফারজানা ইসলাম ইয়াসমিন, সদস্য রাজু মির্জা, আবু ইউছুফ সাখাওয়াত হোসেন, মো. শরীফ হোসেন পাটোয়ারী, নিরব আহমেদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়