বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৮

ফরিদগঞ্জে কারিগরী স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য স্থান পরিদর্শণ

নূরুল ইসলাম ফরহাদ
ফরিদগঞ্জে কারিগরী স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য স্থান পরিদর্শণ

ফরিদগঞ্জে কারিগরী স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা বৃন্দ। ২৭ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী উপজেলার প্রস্তাবিত ৬টি স্থান পরিদর্শন করেছেন, কারিগরী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

এ সময় উপস্থিত ছিলেন, কারিগরী শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আক্কাছ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, বিশিষ্ট সমাজকর্মী হাজী কামরুল হাসান সাউদ, প্রস্তাবিত জমির মালিকের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল্যাহ সাউদ।

প্রস্তাবিত ৬টি স্থানের মধ্যে ফরিদগঞ্জ পৌর এলাকার রুপসা সড়কের পাশেই ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের পাশ^বর্তী স্থানটি। ওই স্থানটি শিক্ষাবান্ধব পরিবেশে হওয়া ও সুন্দর, মনোরোম বলে উল্লেখ্য করেন সংশ্লিষ্টরা। এছাড়াও চান্দ্রা, কেরোয়ার দু’টি স্থান, বড়ালী স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ও বেল তলায় রূপসা রোডের পাশের স্থান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশিষ্ট সমাজকর্মী কামরুল হাসান সাউদ ও জমির মালিকদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদুল্যাহ বলেন,‘বর্তমান সরকার দেশে কারিগরী শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করছেন। আমরা শুধুমাত্র মৌজা মূল্যে সম্পত্তি দিতে একমত পোষণ করছি। এতে সরকারের অর্থের সাশ্রয় ও শিক্ষাবান্ধর পরিবেশে কারিগরী শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ অঞ্চলের জনগোষ্ঠির শিক্ষা ও জীবন মানের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।’ এ সম্পতটি নির্বাচন করা হলে সরকারের অর্থের সাশ্রয় হবে বলে আমরা মনে করছি।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়