শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৭:২৪

মতলবে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের  মানববন্ধন

মতলব দক্ষিণ উপজেলায় ২০২৫ সালে কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা পরিষদের সামনে মতলব -চাঁদপুর সড়কে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োাজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশরাফুল জাহান শাওলিনসহ অন্য শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়