প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ২১:৫৮
চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির স্মারকলিপি

অবসর ও কল্যাণের টাকা অবসরের তিন মাসের মধ্যে প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বানে চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে ২০ জুলাই ২০২৫ (রোববার) স্মারকলিপি প্রদান করা হয়।
|আরো খবর
সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মো. বিলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালীর নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান ও জেলা কমিটির সদস্য মো. শাহ আলম।
স্মারকলিপির একাংশে উল্লেখ আছে, দেশের মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রের শিক্ষাব্যবস্থার অন্যতম ভিত্তি। তাঁদের দায়িত্ব, নিষ্ঠা ও শ্রমের মাধ্যমে প্রজন্ম গড়ে উঠছে। অথচ অবসরের পরে প্রাপ্য ভাতা ও সুবিধাদি পেতে গিয়ে শিক্ষক সমাজকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।
স্মারকলিপির অপর অংশে উল্লেখ আছে, অবসরকালীন ভাতা ও কল্যাণভাতা প্রাপ্তিতে অতিরিক্ত সময় ক্ষেপণের কারণে অনেক শিক্ষক মৃত্যুর আগেও এ ভাতা না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক।