সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৫:৫২

মাদ্রাসা শিক্ষায় দৃষ্টান্ত মারিয়া, জিপিএ-৫ পেয়ে এগোচ্ছে চিকিৎসক হবার পথে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মাদ্রাসা শিক্ষায় দৃষ্টান্ত মারিয়া, জিপিএ-৫ পেয়ে এগোচ্ছে চিকিৎসক হবার পথে
মাইমুনা আক্তার মারিয়া।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মাইমুনা আক্তার মারিয়া। সে ঢাকার প্রখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা মহিলা শাখার শিক্ষার্থী।

মাইমুনা আক্তার মারিয়ার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর। তার পিতা মাওলানা মো. মফিজুল ইসলাম বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ডেমরা থানা শাখার সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্টার।

মারিয়া এবারের দাখিল পরীক্ষায় কুরআন মাজিদ ও হাদীস শরিফ, আরবি, আকাইদ ও ফিকহ, বাংলা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত—এই নয়টি বিষয়ে এ+ এবং ইংরেজিতে এ গ্রেড পেয়ে সর্বমোট জিপিএ-৫ অর্জন করেছে।

মারিয়ার বাবা মাওলানা মো. মফিজুল ইসলাম মেয়ের সাফল্যে আবেগাপ্লুত হয়ে বলেন, আমার মেয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো একজন ডাক্তার হওয়ার। আল্লাহর অশেষ রহমতে ও সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়েছে। আমি গর্বিত, আনন্দিত এবং কৃতজ্ঞ। ওর জন্যে দেশবাসীর কাছে দোয়া চাই যেন আল্লাহ তাকে যোগ্যতা ও সততা দিয়ে দেশের জন্যে একজন মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তোলেন।

মারিয়া জানায়, আমি ভবিষ্যতে একজন ভালো মানুষ ও চিকিৎসক হতে চাই। গরিব, অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার এই পথচলায় সবার দোয়া চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়