শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২০:২২

ফলাফলের শীর্ষে কচুয়া পাইলট সরকারি উবি ও গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা

কচুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৪৭%

মো. আলমগীর তালুকদার।।
কচুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৪৭%

বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় কচুয়া উপজেলায় পাসের হার ৪৭%। এসএসসিতে ৩ হাজার ১৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০০জন জিপিএ-৫সহ পাস করেছে ১৪০৩জন, পাসের হার শতকরা ৪৩.৯৮%। উপজেলায় ফলাফলের শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ১১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩২ জন জিপিএ-৫সহ পাস করেছে ৯৮জন, পাসের হার ৮৬.৭৩%।

অপরদিকে পাথৈর উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩জন পাস করে ফলাফলের সর্ব নিম্নে রয়েছে।

কারিগরি শিক্ষা বের্ডের অধীনে ৩টি প্রতিষ্ঠান থেকে ভোকেশনালে ২৬৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১২জন জিপিএ-৫সহ পাস করেছে ১৪৬জন, পাসের হার ৫৪.৮৮%। কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৭১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬জন জিপিএ-৫সহ পাস করেছে ৪৬জন, পাসের হার শতকরা ৬৬%।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে উপজেলায় ১৩৬৪জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন জিপিএ-৫সহ পাস করেছে ৭২০জন, পাসের হার ৫২.৭৮%। মাদ্রাসায় ফলাফলের শীর্ষে রয়েছে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা। এই প্রতিষ্ঠান থেকে ৩৩জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০ জন । পাসের হার ৯১%।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়