রবিবার, ২৫ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৮:২৪

চিতোষী ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ, ক্লাস বর্জন

মো. ফয়সাল আহমদ
চিতোষী ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ, ক্লাস বর্জন

শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে জুলাই অভ্যুত্থানের পর কলেজ থেকে বিতাড়িত অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার নতুন করে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহতের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশত নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

রোববার (২৫ মে ২০২৫) দুপুরে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, জুলাই আন্দোলনে অভ্যুত্থানের পর ছাত্র-জনতার তোপের মুখে ওই কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া। দীর্ঘদিন পরে আইনি প্রক্রিয়া শেষে তিনি এলাকার বিএনপি (একাংশ) ও জামায়াত নেতৃবৃন্দকে সাথে নিয়ে শনিবার সকাল ৯ টায় পুনরায় যোগদান করতে কলেজে আসেন। সেখানে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্যে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞানের শিক্ষক মো. আবু ছাইদের সাথে বিএনপি নেতা-কর্মীদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কলেজের দুই শিক্ষক মো. আবু ছাঈদ ও কামরুন নাহার এবং ৫ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হন।

এ ঘটনায় শনিবার রাতে আহত শিক্ষক মো. আবু ছাইদ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এজাহারে তিনি

যোগদান করতে আসা অধ্যক্ষ মো.আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহেতেসামুল হক গনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেনসহ ২০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ২০/৩০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখিতরা লাঠিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক কলেজ ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে বাদীর কাছ থেকে কলেজের সকল প্রকার রেজিস্ট্রী বই, হাজিরা খাতা, সকল আলমারির চাবি ও কম্পিটারের পাসওয়ার্ড বুঝিয়ে দিতে চাপ প্রয়োগ করেন। সেগুলো না পেয়ে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর হামলার কথা উল্লেখ করা হয়েছে থানায় প্রদত্ত অভিযোগে।

এদিকে রোববার (২৫ মে ২০২৫) কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শিক্ষকদের নাম উল্লেখ করে থানায় আরেকটি অভিযোগ দায়ের করেছেন। তিনি তার অভিযোগে উল্লেখ করেন, তিনি কলেজে যোগদানের পর থেকে বিবাদীগণ জাল জালিয়াতি ও ষড়যন্ত্র করে তার দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করে যাচ্ছেন। অধ্যক্ষের আবেদনে অভিযুক্তরা হলেন উপাধ্যক্ষ কামরুল হাসান, প্রভাষক আবু সাঈদ, প্রভাষক কামরুন্নাহার, প্রভাষক কাজী মোশাররফ হোসেন, সাবেক যুবদল নেতা আতাহার হোসেন, ও শাহজাহান সম্রাটসহ অজ্ঞাত প্রায় ২০ জন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।

এদিকে রোববার দুপুরে কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বহিরাগতদের দিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়